দিল্লি, 28 এপ্রিল : লকডাউনের নির্দেশিকা না মেনে রাস্তায় বেরিয়ে পড়লেন খোদ মন্ত্রী । করলেন জমায়েতও । পুলিশ বারণ করতে গেলে তাদের সঙ্গে ঝামেলায় জড়ান আম আদমি পার্টি থেকে নির্বাচিত ওই জনপ্রতিনিধি । সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথা ভাবছে পুলিশ ।
রাজধানীতে গতকাল নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 190 জন । দেশের অন্যতম আক্রান্ত শহর এটি । ফলে, এখানকার বেশিরভাগ এলাকাতেই চলছে নজরদারি । রেড জ়োনের এলাকাদগুলি বন্ধও করে দেওয়া হয়েছে । সংক্রমণ রুখতে এই পরিস্থিতিতে জমায়েত করা বারণ । নিষেধাজ্ঞা রয়েছে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া বাইরে বেরোনো নিয়েও । অভিযোগ, সেসবের তোয়াক্কা না করেই গতকাল দিল্লির সদর বাজার এলাকায় AAP সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী ইমরান হুসেনের নেতৃত্বে জমায়েত করতে থাকেন বেশ কয়েকজন । প্রায় 25 জন গাড়ি থেকে একে একে নেমে জড়ো হতে থাকেন । পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ।
এরপর অশোক কুমার নামে একজন পুলিশ আধিকারিক ঘটনাস্থান থেকে জমায়েত সরিয়ে নিতে বলেন । মনে করিয়ে দেন লকডাউনের নির্দেশিকা । মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় । পুলিশের নির্দেশে অবশেষে এলাকা ছাড়েন সকলে । সূত্রের খবর, ওই মন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথা ভাবছে পুলিশ ।
গতকাল 190 জন নতুন কোরোনা আক্রান্তকে নিয়ে এপর্যন্ত দিল্লিতে সংখ্যা 3108 । মৃত্যু হয়েছে 54 জনের ।