ETV Bharat / bharat

পুলিশের খাতায় ওয়ান্টেড, মাথার দাম 2 লাখ; গ্রেপ্তার জইশ জঙ্গি - Special Cell Delhi

জইশ-ই-মহম্মদের ওয়ান্টেড জঙ্গি ফয়জ় আহমেদ লোনকে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীরের পুলিশের বিশেষ সেল।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Apr 1, 2019, 10:55 AM IST

Updated : Apr 1, 2019, 11:15 AM IST

শ্রীনগর, 1 এপ্রিল : জইশ-ই-মহম্মদের ওয়ান্টেড জঙ্গি ফয়জ় আহমেদ লোনকে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ সেল। আজ তাকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়।

কিছুদিন আগেই দিল্লি পুলিশ তার মাথার দাম 2 লাখ টাকা ধার্য করে। ফয়জ়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। 2015 থেকে পালিয়ে বেড়াচ্ছিল এই ওয়ান্টেড জঙ্গি।

শ্রীনগর, 1 এপ্রিল : জইশ-ই-মহম্মদের ওয়ান্টেড জঙ্গি ফয়জ় আহমেদ লোনকে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ সেল। আজ তাকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়।

কিছুদিন আগেই দিল্লি পুলিশ তার মাথার দাম 2 লাখ টাকা ধার্য করে। ফয়জ়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। 2015 থেকে পালিয়ে বেড়াচ্ছিল এই ওয়ান্টেড জঙ্গি।


New Delhi, Mar 26 (ANI): While talking to media person about his upcoming movie 'Tennis Buddies', Bollywood actor Ranvir Shorey told media why he chose to do this movie. He said, "We have very few sports drama and then people say why we are not more into sports. What most appealed me is it is a sports drama and the drama is within the family. It attracted me." Directed by Suhail Tatari, 'Tennis Buddies' is India's first tennis based movie and also has Divya Dutta in a vital role.
Last Updated : Apr 1, 2019, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.