মুম্বই, 25 অগাস্ট : একটি বাঘের দেহ উদ্ধার হল মহারাষ্ট্রের জঙ্গলে ৷ দেহ উদ্ধারের পর তৈরি হয়েছে রহস্য ৷ পূর্ণবয়স্ক এই বাঘের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, তা নিয়ে দানা বাঁধছে রহস্যও । গতকাল চন্দ্রপুরের জঙ্গলে উদ্ধার হয় বাঘটির দেহ।
প্রাথমিক অনুমান, বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়নি । তবে চোরা শিকারের সম্ভাবনা নেই বলেও তদন্তে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। বাঘের মৃত্যুর কারণ জানলেই সবটাই স্পষ্ট হবে ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, জানতে দেহাংশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক।
চন্দ্রপুরের গোন্দপিপড়ি তহশিলের অধীনে এই জঙ্গলে মিলেছে বাঘটির দেহ ৷