ETV Bharat / bharat

মহারাষ্ট্রের জঙ্গলে বাঘের দেহ উদ্ধার, বাড়ছে রহস্য - Maharashtra Tiger

পূর্ণবয়স্ক বাঘের দেহ উদ্ধার মহারাষ্ট্রের জঙ্গলে

মহারাষ্ট্রের জঙ্গলে বাঘের দেহ উদ্ধার, বাড়ছে রহস্য মুম্বই, 25 অগাস্ট : একটি বাঘের দেহ উদ্ধার হল মহারাষ্ট্রের জঙ্গলে ৷ দেহ উদ্ধারের পর তৈরি হয়েছে রহস্য ৷ পূর্ণবয়স্ক এই বাঘের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, তা নিয়ে দানা বাঁধছে রহস্যও। গতকাল চন্দ্রপুরের জঙ্গলে উদ্ধার হয় বাঘটির দেহ। প্রাথমিক অনুমান, বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়নি। তবে চোরা শিকারের সম্ভাবনা নেই বলেও তদন্তে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। বাঘের মৃত্যুর কারণ জানলেই সবটাই স্পষ্ট হবে ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, জানতে দেহাংশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক। চন্দ্রপুরের গোন্দপিপড়ি তহশিলের অধীনে এই জঙ্গলে মিলেছে বাঘটির দেহ ৷
author img

By

Published : Aug 25, 2019, 2:43 AM IST

Updated : Aug 25, 2019, 6:12 AM IST

মুম্বই, 25 অগাস্ট : একটি বাঘের দেহ উদ্ধার হল মহারাষ্ট্রের জঙ্গলে ৷ দেহ উদ্ধারের পর তৈরি হয়েছে রহস্য ৷ পূর্ণবয়স্ক এই বাঘের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, তা নিয়ে দানা বাঁধছে রহস্যও । গতকাল চন্দ্রপুরের জঙ্গলে উদ্ধার হয় বাঘটির দেহ।

প্রাথমিক অনুমান, বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়নি । তবে চোরা শিকারের সম্ভাবনা নেই বলেও তদন্তে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। বাঘের মৃত্যুর কারণ জানলেই সবটাই স্পষ্ট হবে ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, জানতে দেহাংশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক।

চন্দ্রপুরের গোন্দপিপড়ি তহশিলের অধীনে এই জঙ্গলে মিলেছে বাঘটির দেহ ৷

মুম্বই, 25 অগাস্ট : একটি বাঘের দেহ উদ্ধার হল মহারাষ্ট্রের জঙ্গলে ৷ দেহ উদ্ধারের পর তৈরি হয়েছে রহস্য ৷ পূর্ণবয়স্ক এই বাঘের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, তা নিয়ে দানা বাঁধছে রহস্যও । গতকাল চন্দ্রপুরের জঙ্গলে উদ্ধার হয় বাঘটির দেহ।

প্রাথমিক অনুমান, বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়নি । তবে চোরা শিকারের সম্ভাবনা নেই বলেও তদন্তে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। বাঘের মৃত্যুর কারণ জানলেই সবটাই স্পষ্ট হবে ৷ কী ভাবে বাঘটির মৃত্যু হল, জানতে দেহাংশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক।

চন্দ্রপুরের গোন্দপিপড়ি তহশিলের অধীনে এই জঙ্গলে মিলেছে বাঘটির দেহ ৷


New Delhi, Aug 24 (ANI): Former Congress president Rahul Gandhi and other party leaders were sent back to Delhi on their arrival in Jammu and Kashmir's capital city Srinagar. Speaking about the issue, Gandhi told the media that few days ago, he was invited by the Governor Satyapal Malik. He accepted the invitation but now they weren't allowed beyond the airport. He said, "Some days ago I was invited by Governor to visit J and K.I accepted the invitation. We wanted to get a sense of what people are going through, but we weren't allowed beyond the airport. Press people with us were mishandled and were beaten up. It's clear that situation in J and K isn't normal". Delegation of Opposition leaders comprising Rahul Gandhi, Ghulam Nabi Azad, D Raja, Sharad Yadav, Manoj Jha, Majeed Memon, and others went to Srinagar earlier today from where they were sent back. They have returned to Delhi.

Last Updated : Aug 25, 2019, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.