ETV Bharat / bharat

ভারতে দ্বিতীয় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান, চিন থেকে দেশে ফিরলেন 323 জন - করোনা ভাইরাস

দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন এই যুবতি । এবার একজন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলল ।

corona virus
corona virus
author img

By

Published : Feb 2, 2020, 9:57 AM IST

Updated : Feb 2, 2020, 12:16 PM IST

থিরুবনন্তপুরম, 2 ফেব্রুয়ারি : কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন । চিন থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন এই ব্যক্তি । তাঁকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । এই নিয়ে কেরালা সহ ভারতেও দ্বিতীয় কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন । এদিকে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হল ভারতীয়দের ।

দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন ওই যুবতি । কেরালায় ফেরার পর মেডিকেলের ওই ছাত্রীর গলায় প্রথমে ইনফেক্শন ধরা পড়ে । হাসপাতালে ভরতি করার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাঁর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে । তিনি চিকিৎসাধীন । আপাতত তিনি স্থিতিশীল । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বজুড়ে কোরোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে । কোরোনার থাবা ভারতেও । কেরালায় 800-র বেশি মানুষকে তাঁদের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এরই মধ্যে কেরালার বাসিন্দা তথা ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া সহ আরও একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল ।

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হয় ভারতীয়দের । চিনের ইউহান থেকে বিমানে আরও 323 জনকে দেশে ফেরানো হয়েছে । এই ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে । 9000-র বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত । এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান ইউহান থেকে রাত 3টে 10 মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) ছাড়ে । দিল্লির বিমানবন্দরে পৌঁছেছে আজ সকাল সাড়ে 9টা নাগাদ ।

1 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান পরিষেবা শুরু হয় । প্রথম বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । 31 জানুয়ারি প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । মুম্বই থেকে রওনা দেয় বেলা 12 টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷

থিরুবনন্তপুরম, 2 ফেব্রুয়ারি : কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন । চিন থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন এই ব্যক্তি । তাঁকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । এই নিয়ে কেরালা সহ ভারতেও দ্বিতীয় কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন । এদিকে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হল ভারতীয়দের ।

দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন ওই যুবতি । কেরালায় ফেরার পর মেডিকেলের ওই ছাত্রীর গলায় প্রথমে ইনফেক্শন ধরা পড়ে । হাসপাতালে ভরতি করার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাঁর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে । তিনি চিকিৎসাধীন । আপাতত তিনি স্থিতিশীল । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বজুড়ে কোরোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে । কোরোনার থাবা ভারতেও । কেরালায় 800-র বেশি মানুষকে তাঁদের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এরই মধ্যে কেরালার বাসিন্দা তথা ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া সহ আরও একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল ।

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হয় ভারতীয়দের । চিনের ইউহান থেকে বিমানে আরও 323 জনকে দেশে ফেরানো হয়েছে । এই ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে । 9000-র বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত । এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান ইউহান থেকে রাত 3টে 10 মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) ছাড়ে । দিল্লির বিমানবন্দরে পৌঁছেছে আজ সকাল সাড়ে 9টা নাগাদ ।

1 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান পরিষেবা শুরু হয় । প্রথম বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । 31 জানুয়ারি প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । মুম্বই থেকে রওনা দেয় বেলা 12 টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷

Kinnaur (HP), Feb 02 (ANI): Himachal Pradesh's Kinnaur received fresh snowfall on February 01. The entire landscape was covered under the white blanket of snow. Normal life of the people and vehicular movement was also got affected in the area. The current temperature of Kinnaur is minus 17 degree C.

Last Updated : Feb 2, 2020, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.