ETV Bharat / bharat

গুন্টুরে পুলিশের লাঠির আঘাতে মৃত ব্যক্তি, অভিযোগ পরিবারের

author img

By

Published : Apr 20, 2020, 9:32 PM IST

পুলিশের লাঠিপেটায় মারা গেছেন ৷ অভিযোগ করল পরিবারের লোকেরা ৷ অন্ধ্রপ্রদেশের গুন্টুরের সাত্তেনাপল্লির ঘটনা ৷ নাম মহম্মদ গওসে ৷ আজ সকালে তাঁকে রাস্তায় ধরেন পুলিশরা ৷

A PERSON DIED BY LOCKDOWN BATON BLOWS
গুন্টুরে পুলিশের লাঠির আঘাতে মৃত ব্যক্তি, অভিযোগ পরিবারের

গুন্টুর, 20 এপ্রিল : পুলিশের লাঠির আঘাতে মৃত্যু ৷ অভিযোগ করল পরিবারের লোকেরা ৷ অন্ধ্রপ্রদেশের গুন্টুরের সাত্তেনাপল্লির ঘটনা ৷ মৃতের নাম মহম্মদ গওসে ৷ আজ সকালে তাঁকে রাস্তায় ধরে পুলিশ ৷ এরপর তাঁর উপর লাঠিচার্জ করা হয় ৷ জানা গেছে, এরপর খবর পেয়ে পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গেছে, আজ সকালে ওই ব্যক্তি তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন ৷ এরপর ফিরে আসার সময় তাঁকে রাস্তায় ধরে পুলিশ ৷ জিজ্ঞাসা করা হয় , আপনি কোথায় গিয়েছিলেন এবং কোথা থেকে আসছেন । তিনি জানিয়েছিলেন, তিনি বাবা-মার সঙ্গে দেখা করে ফিরছেন ৷ ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, এরপরও পুলিশ তাঁর কথা না শুনে তাঁর উপর লাঠি চালায় ৷ এরপর ঘটনাস্থানেই মারা যান তিনি ৷ বেশ কিছুদিন আগেই গওসের ওপেন হার্ট সার্জারি হয়েছিল ৷ লাঠির আঘাতে তাঁর অপারেশনের ছিদ্র বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ৷ এরপর গুন্টুরের সাত্তেনাপল্লি থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির পরিবার ৷

পুলিশ জানিয়েছে, এই লকডাউনে শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যাদি কেনার জন্য মানুষ বেরোতে পারবেন ৷ বিভিন্ন জায়গায় এই বিধি লঙ্ঘনের জন্য পুলিশকে সক্রিয় হতে দেখা গেছে ৷ এবিষয়ে IG প্রভাকর রাও বলেন, ঘটনায় RDO-র সঙ্গে বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷ ওই এলাকার ভারপ্রাপ্ত SI রমেশ বাবুকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও IG অনুরোধ করেন , লকডাউনে যাতে মানুষজন জরুরি কাজ ছাড়া বাইরে না বের হন ৷ ভবিষ্যতে লকডাউন বাস্তবায়নে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে ৷

গুন্টুর, 20 এপ্রিল : পুলিশের লাঠির আঘাতে মৃত্যু ৷ অভিযোগ করল পরিবারের লোকেরা ৷ অন্ধ্রপ্রদেশের গুন্টুরের সাত্তেনাপল্লির ঘটনা ৷ মৃতের নাম মহম্মদ গওসে ৷ আজ সকালে তাঁকে রাস্তায় ধরে পুলিশ ৷ এরপর তাঁর উপর লাঠিচার্জ করা হয় ৷ জানা গেছে, এরপর খবর পেয়ে পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গেছে, আজ সকালে ওই ব্যক্তি তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন ৷ এরপর ফিরে আসার সময় তাঁকে রাস্তায় ধরে পুলিশ ৷ জিজ্ঞাসা করা হয় , আপনি কোথায় গিয়েছিলেন এবং কোথা থেকে আসছেন । তিনি জানিয়েছিলেন, তিনি বাবা-মার সঙ্গে দেখা করে ফিরছেন ৷ ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, এরপরও পুলিশ তাঁর কথা না শুনে তাঁর উপর লাঠি চালায় ৷ এরপর ঘটনাস্থানেই মারা যান তিনি ৷ বেশ কিছুদিন আগেই গওসের ওপেন হার্ট সার্জারি হয়েছিল ৷ লাঠির আঘাতে তাঁর অপারেশনের ছিদ্র বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ৷ এরপর গুন্টুরের সাত্তেনাপল্লি থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির পরিবার ৷

পুলিশ জানিয়েছে, এই লকডাউনে শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যাদি কেনার জন্য মানুষ বেরোতে পারবেন ৷ বিভিন্ন জায়গায় এই বিধি লঙ্ঘনের জন্য পুলিশকে সক্রিয় হতে দেখা গেছে ৷ এবিষয়ে IG প্রভাকর রাও বলেন, ঘটনায় RDO-র সঙ্গে বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷ ওই এলাকার ভারপ্রাপ্ত SI রমেশ বাবুকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও IG অনুরোধ করেন , লকডাউনে যাতে মানুষজন জরুরি কাজ ছাড়া বাইরে না বের হন ৷ ভবিষ্যতে লকডাউন বাস্তবায়নে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.