ETV Bharat / bharat

হনুমান মন্দির করতে জমিদান মুসলিম ব্যক্তির - জমি দান করলেন এক মুসলমান ব্য়ক্তি

বেঙ্গালোরের কাডুগড়ির বেলাথুর কলোনি এলাকায় তাঁর বাড়ি এবং সেখানেই তিনি নিজের ব্য়বসা চালান ৷ হসকোটের কাছে তাঁর 3 একর জমি রয়েছে ৷ সেই জমির থেকে বেশ কিছুটা অংশ তিনি মন্দির ট্রাস্টকে দান করেছেন ৷ এনিয়ে তিনি জানিয়েছেন, সব ধর্মের প্রতি সম্মান জানিয়েই তিনি হনুমান মন্দিরের জন্য় জমিদান করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

A Muslim man donated land for the construction of the Hanuman temple
হনুমান মন্দির তৈরির জন্য় জমিদান করে নজির গড়লেন এক সংখ্য়ালঘু ব্য়ক্তি
author img

By

Published : Dec 9, 2020, 10:17 PM IST

হসকোট (কর্নাটক), 9 ডিসেম্বর : হনুমান মন্দিরের জন্য় নিজের জমি দান করলেন এক মুসলমান ব্য়ক্তি ৷ 1.5 গুন্টা জমি তিনি অঞ্জনি মন্দির ট্রাস্টকে দান করেছেন ৷ ওই ব্য়ক্তির নাম এইচএমজ়ি ভাসা ৷

বেঙ্গালুরুর কাডুগড়ির বেলাথুর কলোনি এলাকায় তাঁর বাড়ি এবং সেখানেই তিনি নিজের ব্য়বসা চালান ৷ হসকোটের কাছে তাঁর 3 একর জমি রয়েছে ৷ সেই জমির থেকে বেশ কিছুটা অংশ তিনি মন্দির ট্রাস্টকে দান করেছেন ৷ এনিয়ে তিনি জানিয়েছেন, সব ধর্মের প্রতি সম্মান জানিয়েই তিনি হনুমান মন্দিরের জন্য় জমিদান করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এমনকী সেই জমির মালিকানা তিনি বীরাঞ্জনা স্বামী সেবা ট্রাস্টের নামে করে দেবেন ৷ প্রায় তিনদশক আগে একটি ছোটো মন্দিরে হনুমান মূর্তি স্থাপন করা হয়েছিল ৷ সেই মন্দিরটি ভাসার তিন একর জমির সঙ্গেই ছিল ৷ সম্প্রতি ওই গ্রামের বাসিন্দারা হনুমান মন্দিরটি বড় করে তৈরি করার সিদ্ধান্ত নেন ৷ তখনই ভাসা তাঁর জমির কিছু অংশ মন্দির তৈরির জন্য় দান করার সিদ্ধান্ত নেন ৷

ভাসার ওই জমির দাম কমপক্ষে 70-80 লাখ টাকা ৷ তবে, আর্থিক ক্ষতি নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন ৷ তিনি আশা করেন সেখানে হনুমান মন্দির তৈরি হবে এবং স্থানীয়রা প্রার্থনা করবেন ৷

হসকোট (কর্নাটক), 9 ডিসেম্বর : হনুমান মন্দিরের জন্য় নিজের জমি দান করলেন এক মুসলমান ব্য়ক্তি ৷ 1.5 গুন্টা জমি তিনি অঞ্জনি মন্দির ট্রাস্টকে দান করেছেন ৷ ওই ব্য়ক্তির নাম এইচএমজ়ি ভাসা ৷

বেঙ্গালুরুর কাডুগড়ির বেলাথুর কলোনি এলাকায় তাঁর বাড়ি এবং সেখানেই তিনি নিজের ব্য়বসা চালান ৷ হসকোটের কাছে তাঁর 3 একর জমি রয়েছে ৷ সেই জমির থেকে বেশ কিছুটা অংশ তিনি মন্দির ট্রাস্টকে দান করেছেন ৷ এনিয়ে তিনি জানিয়েছেন, সব ধর্মের প্রতি সম্মান জানিয়েই তিনি হনুমান মন্দিরের জন্য় জমিদান করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এমনকী সেই জমির মালিকানা তিনি বীরাঞ্জনা স্বামী সেবা ট্রাস্টের নামে করে দেবেন ৷ প্রায় তিনদশক আগে একটি ছোটো মন্দিরে হনুমান মূর্তি স্থাপন করা হয়েছিল ৷ সেই মন্দিরটি ভাসার তিন একর জমির সঙ্গেই ছিল ৷ সম্প্রতি ওই গ্রামের বাসিন্দারা হনুমান মন্দিরটি বড় করে তৈরি করার সিদ্ধান্ত নেন ৷ তখনই ভাসা তাঁর জমির কিছু অংশ মন্দির তৈরির জন্য় দান করার সিদ্ধান্ত নেন ৷

ভাসার ওই জমির দাম কমপক্ষে 70-80 লাখ টাকা ৷ তবে, আর্থিক ক্ষতি নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন ৷ তিনি আশা করেন সেখানে হনুমান মন্দির তৈরি হবে এবং স্থানীয়রা প্রার্থনা করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.