ETV Bharat / bharat

COVID-19 চিহ্নিত করতে মোবাইল অ্যাপ - mobile app

এখনও পর্যন্ত রক্ত ও থুতুর নমুনা বিশ্লেষণ করেই COVID-19 এর লক্ষণ বোঝার কাজ চলছে ৷ The Indian Council for Medical Research-এর তরফে Docturnal-এর প্রতিষ্ঠাতাকে কোরোনা ভাইরাসের লক্ষণ বোঝার জন্য অ্যাপ তৈরি করতে বলা হয় ৷ এখন ডেভেলপাররা একটি বিশেষ সফটওয়্যার বানিয়েছেন, যা কাশির শব্দ রেকর্ড করবে এবং এখনও পর্যন্ত পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন ৷

A mobile app to detect COVID-19
COVID-19 চিহ্নিত করতে মোবাইল অ্যাপ
author img

By

Published : Apr 10, 2020, 9:41 AM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল . COVID-19 সংক্রমণের রোগ নির্ণয়ে কাশি হল অন্যতম বড় লক্ষণ ৷ কীভাবে বুঝবেন যে নভেল কোরোনা ভাইরাসের কারণেই কাশি হচ্ছে ? হায়দরাবাদের একটি স্টার্ট আপ সংস্থা Docturnal-এর কাছে রয়েছে এর উত্তর ৷ ওই সংস্থা একটি অ্যাপ তৈরি করেছে, যেখানে যে কেউ কাশির শব্দ রেকর্ড করতে পারেন ৷ একটি বিশেষ সফটওয়্যার যাচাই করে দেখবে ওই কাশি আসলে COVID-19 এর লক্ষ্য কি না ৷ এক মাসের মধ্যে এই অ্যাপকে সকলের ব্যবহারে জন্য উপযোগী করে তোলার কাজ শুরু করেছেন তাদের কর্মীরা ৷

এখনও পর্যন্ত রক্ত ও থুতুর নমুনা বিশ্লেষণ করেই COVID-19 এর লক্ষণ বোঝার কাজ চলছে ৷ যদিও এখন পর্যন্ত রোগ নির্ণয়ের প্রাথমিক কোনও পদ্ধতি নেই ৷ The Indian Council for Medical Research-এর তরফে Docturnal-এর প্রতিষ্ঠাতাকে কোরোনা ভাইরাসের লক্ষণ বোঝার জন্য অ্যাপ তৈরি করতে বলা হয় ৷ ওই সংস্থা এর আগে যক্ষার লক্ষণ বোঝার জন্য একটি অ্যাপ তৈরি করেছিল ৷ এখন ডেভেলপাররা একটি বিশেষ সফটওয়্যার বানিয়েছেন, যা কাশির শব্দ রেকর্ড করবে এবং এখনও পর্যন্ত পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন ৷

যক্ষ্মার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৬ সালে রাহুল পত্রী, অর্পিতা সিং, বৈষ্ণী রেড্ডি, বালকৃষ্ণ বাগড়ি এবং শেখর ঝাকে নিয়ে তৈরি পাঁচ জনের একটি দল Docturnal তৈরি করেছিল ৷ IIT গড়চিরৌলি ক্যাম্পাসের বাইরে থেকে এই স্টার্টআপের শুরু ৷ এই দলটি ৭ হাজার কাশির নমুনা সংগ্রহ করেছে ৷ এবং তা Machine Learning algorithms-এর সাহায্যে নমুনাগুলি বিশ্লেষণও করে দেখেছে ৷ এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা দু’টি সফটওয়্যার তৈরি করেছে, যার দুইটি দিক রয়েছে ৷ মাইক্রোফোন ও স্মার্টফোন, এই সফটওয়্যার দুই ভাবেই কাজ করতে পারে ৷ এটা বিশ্লেষণ করে দেখে যে কাশির নমুনা যক্ষার লক্ষণ কি না ৷

বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে এই TB অ্যাপের ক্লিনিক্যাল মহড়া দেওয়া হয়৷ এই অ্যাপের সাহায্যে যক্ষ্মা রোগ নির্ণয় ৯২ শতাংশ ক্ষেত্রে সঠিক হয় ৷ কিন্তু এই TB অ্যাপ জনসাধারণের ব্যবহার যোগ্য নয় ৷ শুধুমাত্র PHC-গুলি, হাসপাতালগুলি এবং যক্ষা কেন্দ্রগুলিই এই অ্যাপ ব্যবহার করতে পারে ৷ সংস্থার CEO অর্পিতা সিং জানিয়েছেন যে তাঁরা 25টি স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করেছেন ৷ তাঁর ব্যাখ্যা, ওই অ্যাপ COPD, অ্যাজমা, শিশুরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যাও চিহ্নিত করতে সক্ষম ৷ তিনি জানিয়েছেন, তাঁদের Docturnal তৈরির আসল উদ্দেশ্য হল বেশ কিছু রোগের আরও সহজ নির্ণয় পদ্ধতি তৈরি করা ৷

হায়দরাবাদ, 10 এপ্রিল . COVID-19 সংক্রমণের রোগ নির্ণয়ে কাশি হল অন্যতম বড় লক্ষণ ৷ কীভাবে বুঝবেন যে নভেল কোরোনা ভাইরাসের কারণেই কাশি হচ্ছে ? হায়দরাবাদের একটি স্টার্ট আপ সংস্থা Docturnal-এর কাছে রয়েছে এর উত্তর ৷ ওই সংস্থা একটি অ্যাপ তৈরি করেছে, যেখানে যে কেউ কাশির শব্দ রেকর্ড করতে পারেন ৷ একটি বিশেষ সফটওয়্যার যাচাই করে দেখবে ওই কাশি আসলে COVID-19 এর লক্ষ্য কি না ৷ এক মাসের মধ্যে এই অ্যাপকে সকলের ব্যবহারে জন্য উপযোগী করে তোলার কাজ শুরু করেছেন তাদের কর্মীরা ৷

এখনও পর্যন্ত রক্ত ও থুতুর নমুনা বিশ্লেষণ করেই COVID-19 এর লক্ষণ বোঝার কাজ চলছে ৷ যদিও এখন পর্যন্ত রোগ নির্ণয়ের প্রাথমিক কোনও পদ্ধতি নেই ৷ The Indian Council for Medical Research-এর তরফে Docturnal-এর প্রতিষ্ঠাতাকে কোরোনা ভাইরাসের লক্ষণ বোঝার জন্য অ্যাপ তৈরি করতে বলা হয় ৷ ওই সংস্থা এর আগে যক্ষার লক্ষণ বোঝার জন্য একটি অ্যাপ তৈরি করেছিল ৷ এখন ডেভেলপাররা একটি বিশেষ সফটওয়্যার বানিয়েছেন, যা কাশির শব্দ রেকর্ড করবে এবং এখনও পর্যন্ত পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন ৷

যক্ষ্মার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৬ সালে রাহুল পত্রী, অর্পিতা সিং, বৈষ্ণী রেড্ডি, বালকৃষ্ণ বাগড়ি এবং শেখর ঝাকে নিয়ে তৈরি পাঁচ জনের একটি দল Docturnal তৈরি করেছিল ৷ IIT গড়চিরৌলি ক্যাম্পাসের বাইরে থেকে এই স্টার্টআপের শুরু ৷ এই দলটি ৭ হাজার কাশির নমুনা সংগ্রহ করেছে ৷ এবং তা Machine Learning algorithms-এর সাহায্যে নমুনাগুলি বিশ্লেষণও করে দেখেছে ৷ এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা দু’টি সফটওয়্যার তৈরি করেছে, যার দুইটি দিক রয়েছে ৷ মাইক্রোফোন ও স্মার্টফোন, এই সফটওয়্যার দুই ভাবেই কাজ করতে পারে ৷ এটা বিশ্লেষণ করে দেখে যে কাশির নমুনা যক্ষার লক্ষণ কি না ৷

বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে এই TB অ্যাপের ক্লিনিক্যাল মহড়া দেওয়া হয়৷ এই অ্যাপের সাহায্যে যক্ষ্মা রোগ নির্ণয় ৯২ শতাংশ ক্ষেত্রে সঠিক হয় ৷ কিন্তু এই TB অ্যাপ জনসাধারণের ব্যবহার যোগ্য নয় ৷ শুধুমাত্র PHC-গুলি, হাসপাতালগুলি এবং যক্ষা কেন্দ্রগুলিই এই অ্যাপ ব্যবহার করতে পারে ৷ সংস্থার CEO অর্পিতা সিং জানিয়েছেন যে তাঁরা 25টি স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করেছেন ৷ তাঁর ব্যাখ্যা, ওই অ্যাপ COPD, অ্যাজমা, শিশুরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যাও চিহ্নিত করতে সক্ষম ৷ তিনি জানিয়েছেন, তাঁদের Docturnal তৈরির আসল উদ্দেশ্য হল বেশ কিছু রোগের আরও সহজ নির্ণয় পদ্ধতি তৈরি করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.