ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে পরপর 5 বিস্ফোরণ অসমে - Dibrugarh

সাধারণতন্ত্র দিবসের সকালে ডিব্রুগড়ে গ্রাহাম বাজার এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের কাছে বিস্ফোরণ ৷ বিস্ফোরণ হয়েছে ডিব্রুগড়ের গুরুদোয়ারা এলাকাতেও ৷ সোনারি ও দুলিয়াজান এলাকা থেকেও বিস্ফোরণের খবর সামনে এসেছে ৷ ঘটনাস্থানে পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ৷

Republic Day 2020
অসমে বিস্ফোরণ
author img

By

Published : Jan 26, 2020, 8:51 AM IST

Updated : Jan 26, 2020, 12:13 PM IST

ডিব্রুগড়, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিন জেলা ৷ ডিব্রুগড়, তিনসুকিয়া ও চরাইডেও; তিন জেলা থেকেই পর পর গ্রেণেড বিস্ফোরণের খবর সামনে আসে আজ সকালে ৷

বিস্ফোরণের প্রথম খবরটি আসে ডিব্রুগড়ের গ্রাহাম বাজার এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের কাছে ৷ একটি দোকানে বিস্ফোরণটি হয় ৷ দ্বিতীয় বিস্ফোরণের খবরটি আসে ডিব্রুগড়ের গুরুদোয়ারা এলাকা থেকে ৷ এর কিছু পরেই দুলিয়াজান থানা এলাকা থেকে তৃতীয় বিস্ফোরণের খবর সামনে আসে ৷ ঘটনাস্থানে পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ৷

তিনসুকিয়া জেলার ডুমডুমা ও চরাইডেও জেলার সোনারি থেকেও বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে ৷

অসমের সোনারি ও দুলিয়াজান এলাকায় আরও দু'টি বিস্ফোরণের খবর সামনে আসে । অসমের DGP ভাস্কর জ্যোতি মাহান্ত জানিয়েছেন, "আজ সকালে ডিব্রুগড় থেকে আমরা দু'টি বিস্ফোরণের খবর জানতে পারি ৷ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷" তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

এদিকে আজ অসম জুড়ে বনধের ডাক দিয়েছিল ULFA ৷ বিস্ফোরণের জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ULFA সমর্থকদের যোগ রয়েছে এই বিস্ফোরণের পিছনে ৷ দিন কয়েক আগেই (23 জানুয়ারি) অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ভারতীয় সেনা জওয়ানদের উপস্থিতিতে গুয়াহাটিতে আত্মসমর্পণ করেছিল 644 জঙ্গি । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন, "যারা আজ আত্মসমর্পণ করেছে, সরকারি নিয়ম অনুযায়ী সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ।" কিন্তু তারপরেও সাধারণতন্ত্র দিবসের দিনে পর পর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম ৷

ডিব্রুগড়, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিন জেলা ৷ ডিব্রুগড়, তিনসুকিয়া ও চরাইডেও; তিন জেলা থেকেই পর পর গ্রেণেড বিস্ফোরণের খবর সামনে আসে আজ সকালে ৷

বিস্ফোরণের প্রথম খবরটি আসে ডিব্রুগড়ের গ্রাহাম বাজার এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের কাছে ৷ একটি দোকানে বিস্ফোরণটি হয় ৷ দ্বিতীয় বিস্ফোরণের খবরটি আসে ডিব্রুগড়ের গুরুদোয়ারা এলাকা থেকে ৷ এর কিছু পরেই দুলিয়াজান থানা এলাকা থেকে তৃতীয় বিস্ফোরণের খবর সামনে আসে ৷ ঘটনাস্থানে পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ৷

তিনসুকিয়া জেলার ডুমডুমা ও চরাইডেও জেলার সোনারি থেকেও বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে ৷

অসমের সোনারি ও দুলিয়াজান এলাকায় আরও দু'টি বিস্ফোরণের খবর সামনে আসে । অসমের DGP ভাস্কর জ্যোতি মাহান্ত জানিয়েছেন, "আজ সকালে ডিব্রুগড় থেকে আমরা দু'টি বিস্ফোরণের খবর জানতে পারি ৷ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷" তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

এদিকে আজ অসম জুড়ে বনধের ডাক দিয়েছিল ULFA ৷ বিস্ফোরণের জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ULFA সমর্থকদের যোগ রয়েছে এই বিস্ফোরণের পিছনে ৷ দিন কয়েক আগেই (23 জানুয়ারি) অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ভারতীয় সেনা জওয়ানদের উপস্থিতিতে গুয়াহাটিতে আত্মসমর্পণ করেছিল 644 জঙ্গি । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন, "যারা আজ আত্মসমর্পণ করেছে, সরকারি নিয়ম অনুযায়ী সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ।" কিন্তু তারপরেও সাধারণতন্ত্র দিবসের দিনে পর পর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম ৷

Patna (Bihar) Jan 26 (ANI): Patna - an ancient city sprawling along the south bank of the Ganga River! Its growing population is leading to an increased outflow of domestic wastewater. However, the existing sewage treatment plants in Patna have long outlived their utility. The old sewer lines are choked and untreated water flows into the Ganga. Under the Namami Gange programme, the National Mission for Clean Ganga (NMCG) has put in place a comprehensive sewage management plan to ensure that no waste water is discharged into the river. Patna has been divided into 6 zones and new Sewage Treatment Plants (STPs) are being constructed. In order to revamp the sewage management system in the city, NMCG has approved 11 projects worth over Rs 3,500 crore that will involve laying down 1,140 km of sewerage lines and create sewage treatment capacity of 350 MLD. This would cover the sewage treatment requirements of the city up to 2035, when its sewage generation is estimated to be 320 MLD. Work on most projects under Namami Gange scheme in Patna is in the final stages. Beur and Karmalichak STPs will together treat 80 million litres of waste water per day through a sewerage network of 277 kilometres. The estimated cost of the Karmalichak STP is about Rs. 77 crore and the Beur STP will cost Rs. 68 crore. Work on two other sewage plants, 60 MLD STP in Saidpur Pahari and another 60 MLD STP at Pahari, is also near completion. In Bihar, Namami Gange sewerage infrastructure projects have been sanctioned in 18 towns at a cost of over Rs. 5,000 crores. The present sewage treatment capacity of towns along the Ganga is only 64 million litres per day (MLD) which is being enhanced almost 10 times to 643 MLD through the Namami Gange projects.
Last Updated : Jan 26, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.