ডিব্রুগড়, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিন জেলা ৷ ডিব্রুগড়, তিনসুকিয়া ও চরাইডেও; তিন জেলা থেকেই পর পর গ্রেণেড বিস্ফোরণের খবর সামনে আসে আজ সকালে ৷
বিস্ফোরণের প্রথম খবরটি আসে ডিব্রুগড়ের গ্রাহাম বাজার এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের কাছে ৷ একটি দোকানে বিস্ফোরণটি হয় ৷ দ্বিতীয় বিস্ফোরণের খবরটি আসে ডিব্রুগড়ের গুরুদোয়ারা এলাকা থেকে ৷ এর কিছু পরেই দুলিয়াজান থানা এলাকা থেকে তৃতীয় বিস্ফোরণের খবর সামনে আসে ৷ ঘটনাস্থানে পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ৷
তিনসুকিয়া জেলার ডুমডুমা ও চরাইডেও জেলার সোনারি থেকেও বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে ৷
অসমের সোনারি ও দুলিয়াজান এলাকায় আরও দু'টি বিস্ফোরণের খবর সামনে আসে । অসমের DGP ভাস্কর জ্যোতি মাহান্ত জানিয়েছেন, "আজ সকালে ডিব্রুগড় থেকে আমরা দু'টি বিস্ফোরণের খবর জানতে পারি ৷ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷" তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
এদিকে আজ অসম জুড়ে বনধের ডাক দিয়েছিল ULFA ৷ বিস্ফোরণের জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী ৷
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ULFA সমর্থকদের যোগ রয়েছে এই বিস্ফোরণের পিছনে ৷ দিন কয়েক আগেই (23 জানুয়ারি) অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ভারতীয় সেনা জওয়ানদের উপস্থিতিতে গুয়াহাটিতে আত্মসমর্পণ করেছিল 644 জঙ্গি । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছিলেন, "যারা আজ আত্মসমর্পণ করেছে, সরকারি নিয়ম অনুযায়ী সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ।" কিন্তু তারপরেও সাধারণতন্ত্র দিবসের দিনে পর পর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম ৷