বেঙ্গালুরু, 1 মার্চ : পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার জন্য বিচারবিভাগীয় হেপাজত বাড়ানোর নির্দেশ দিল বেঙ্গালুরু আদালত ৷ CAA-র প্রতিবাদে এক সমাবেশে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলেছিল অমূল্যা লেওনা নামের এক যুবতি ৷ আগামী 5 মার্চ পর্যন্ত বাড়ানো হল তার বিচারবিভাগীয় হেপাজত ৷
20 ফেব্রুয়ারি AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বে CAA-র প্রতিবাদে সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভামঞ্চ থেকেই বিতর্কিত ওই স্লোগান তুলেছিল অমূল্যা ৷ যদিও তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করেন AIMIM প্রধান ৷ যুবতির হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাঁকে সভামঞ্চ থেকে নামিয়ে দেন ৷ সভামঞ্চ থেকে বলা স্লোগানের জন্য ক্ষমাও চান তিনি ৷
-
Karnataka: A Bengaluru Court has extended the judicial custody of Amulya Leona (who raised 'Pakistan Zindabad' slogan at an anti-CAA rally in Bengaluru on Feb 20) till March 5. (file pic) pic.twitter.com/hRSa3imUYz
— ANI (@ANI) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka: A Bengaluru Court has extended the judicial custody of Amulya Leona (who raised 'Pakistan Zindabad' slogan at an anti-CAA rally in Bengaluru on Feb 20) till March 5. (file pic) pic.twitter.com/hRSa3imUYz
— ANI (@ANI) March 1, 2020Karnataka: A Bengaluru Court has extended the judicial custody of Amulya Leona (who raised 'Pakistan Zindabad' slogan at an anti-CAA rally in Bengaluru on Feb 20) till March 5. (file pic) pic.twitter.com/hRSa3imUYz
— ANI (@ANI) March 1, 2020
AIMIM প্রধান সেদিন বলেছিলেন, "এই মন্তব্যের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ ওই যুবতি আমাদের সঙ্গে যুক্ত নন ৷ আমাদের জন্য সবসময় ভারত জিন্দাবাদ ছিল, সবসময় থাকবে ৷"
এরপর 21 ফেব্রুয়ারি অমূল্যাকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় বেঙ্গালুরুর এক আদালত ৷ যুবতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 124(A) ধারায় দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে ৷