পুনে, 20 জুলাই : গভীর রাতে পুনেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 পর্যটকের ৷ মৃতেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের যবত গ্রামের বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
রায়গড় ফোর্ট দেখে গতরাতে গাড়িতে করে বাড়ি ফিরছিল ন'জন পর্যটকের একটি দল ৷ পুনে-সোলাপুর হাইওয়েতে কদম ওয়াকওয়াস্তি গ্রামের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পুনের দিকে যাওয়া একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি ৷ সেটি দুমড়ে-মুচড়ে যায় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় গাড়িতে থাকা ন'জনের ৷
মৃতেরা হলেন - অক্ষয় ভারত ওয়াইকার, বিশাল সুভাষ যাদব, নিখিল চন্দ্রকান্ত, নুর মেহমুদ আব্বাস দয়া, পারভেজ় আট্টার, শুভম রামদাস ভিসে, অক্ষয় চন্দ্রকান্ত ঘিগে, দত্তা গণেশ যাদব ও জ়ুবের আজ়িজ মুলানি ৷ স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক বলেন, "গাড়িতে থাকা ন'জনেরই মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"