ETV Bharat / bharat

পুনে-সোলাপুর হাইওয়েতে গাড়ি দুর্ঘটনা, মৃত 9 পর্যটক - Maharashtra

গভীর রাতে পুনেতে গাড়ি দুর্ঘটনা ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় 9 পর্যটকের ৷

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
author img

By

Published : Jul 20, 2019, 8:46 AM IST

পুনে, 20 জুলাই : গভীর রাতে পুনেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 পর্যটকের ৷ মৃতেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের যবত গ্রামের বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গড় ফোর্ট দেখে গতরাতে গাড়িতে করে বাড়ি ফিরছিল ন'জন পর্যটকের একটি দল ৷ পুনে-সোলাপুর হাইওয়েতে কদম ওয়াকওয়াস্তি গ্রামের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পুনের দিকে যাওয়া একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি ৷ সেটি দুমড়ে-মুচড়ে যায় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় গাড়িতে থাকা ন'জনের ৷

Accident
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক

মৃতেরা হলেন - অক্ষয় ভারত ওয়াইকার, বিশাল সুভাষ যাদব, নিখিল চন্দ্রকান্ত, নুর মেহমুদ আব্বাস দয়া, পারভেজ় আট্টার, শুভম রামদাস ভিসে, অক্ষয় চন্দ্রকান্ত ঘিগে, দত্তা গণেশ যাদব ও জ়ুবের আজ়িজ মুলানি ৷ স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক বলেন, "গাড়িতে থাকা ন'জনেরই মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

Accident
গাড়িতে আটকে এক পর্যটকের দেহ

পুনে, 20 জুলাই : গভীর রাতে পুনেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 পর্যটকের ৷ মৃতেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের যবত গ্রামের বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গড় ফোর্ট দেখে গতরাতে গাড়িতে করে বাড়ি ফিরছিল ন'জন পর্যটকের একটি দল ৷ পুনে-সোলাপুর হাইওয়েতে কদম ওয়াকওয়াস্তি গ্রামের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পুনের দিকে যাওয়া একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি ৷ সেটি দুমড়ে-মুচড়ে যায় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় গাড়িতে থাকা ন'জনের ৷

Accident
দুর্ঘটনাগ্রস্ত ট্রাক

মৃতেরা হলেন - অক্ষয় ভারত ওয়াইকার, বিশাল সুভাষ যাদব, নিখিল চন্দ্রকান্ত, নুর মেহমুদ আব্বাস দয়া, পারভেজ় আট্টার, শুভম রামদাস ভিসে, অক্ষয় চন্দ্রকান্ত ঘিগে, দত্তা গণেশ যাদব ও জ়ুবের আজ়িজ মুলানি ৷ স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক বলেন, "গাড়িতে থাকা ন'জনেরই মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

Accident
গাড়িতে আটকে এক পর্যটকের দেহ
Birgunj (Nepal), Apr 04 (ANI): The Indian Embassy in Kathmandu came forward with a helping hand to the people of Nepal who are devastated by one of the worst rainstorms in the country, where more than 30 have been killed and over 600 have been injured. Indian Consulate General in Birgunj, Vinod Kumar Loshali said the relief program was jointly conducted by the Indian government, Indian Embassy in Kathmandu and Dabur Nepal. The relief materials were not in large quantities but the effort was to provide any bit of relief to the affected people, Loshali added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.