দিল্লি, 24 জানুয়ারি : মলদ্বারে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা৷ গত তিনদিনে পরপর এমন ঘটনায় উদ্বিগ্ন চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ৷ সোনা পাচারের অভিযোগে এক মহিলা-সহ গ্রেপ্তার 9৷ ধৃতরা সকলেই হয় দুবাই, আর না হয় শারজা থেকে বিমানে চেন্নাই পৌঁছয়৷ ধৃতদের কাছ থেকে 9 কিলোরও বেশি সোনা উদ্ধার করা হয়েছে৷ বিভিন্ন আকার ও পরিমাণে সোনা লুকিয়ে রেখেছিল অভিযুক্তরা৷
এর আগে শুক্রবারও সোনা পাচারের অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ৷ ধৃতদের মধ্য়ে চারজন মহিলাও ছিল৷ তারা সকলেই দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইট 8515-এ সওয়ার ছিল৷ শুল্ক দপ্তরের কাছ থেকে আসা তথ্য়ের উপর ভিত্তি করেই বিমানবন্দর থেকে বেরোনোর মুখে তাদের আটক করা হয়৷
মলদ্বারে সোনা পাচারের ঘটনায় মোট 9.03 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে৷ 48টি বান্ডিলে রাখা ছিল সোনার পেস্ট৷ সূত্রের খবর, এর থেকে 7.72 কিলোগ্রাম খাঁটি সোনা মিলবে৷ যার বাজারদর প্রায় 3 কোটি 93 লাখ টাকা৷ এছাড়া, পরবর্তীতে অভিযুক্তদের তল্লাশি করে 12টি সোনার বিস্কুট ও একটি সোনার চেনও উদ্ধার করা হয়েছে৷
অন্য়দিকে, রবিবার তামিলনাড়ুর এক বাসিন্দাকেও সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে শুল্ক দপ্তর৷ ধৃতের নাম কলন্দর ইলিয়াস৷ সে তামিলনাড়ুর রমানাথপুরমের বাসিন্দা৷ 28 বছরের ওই যুবক শারজা থেকে ইন্ডিগোর বিমানে ভারতে ফেরে৷ তার কাছ থেকে 310 গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়৷ যার থেকে 271 গ্রাম খাঁটি সোনা পাওয়া গিয়েছে৷ যার বাজারদর 14 লাখ টাকা৷