ETV Bharat / bharat

কোরোনামুক্ত ওড়িশার 85 বছরের বৃদ্ধা - কোরোনাকে পরাস্ত করে সুস্থ ওড়িশার এক বৃদ্ধা

হাসপাতাল থেকে ছুটি পেলেন 85 বছর বয়সি এক কোরোনা রোগী । ওই বৃদ্ধা ওড়িশার জজপুর জেলার বাসিন্দা । মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

Old Lady
ওড়িশায় সুস্থ কোরোনা আক্রান্ত বৃদ্ধা
author img

By

Published : May 14, 2020, 1:17 PM IST

ভুবনেশ্বর, 14 মে : কোরোনা থেকে সুস্থ হলেন ওড়িশার 85 বছরের এক বৃদ্ধা । ইতিমধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তিনি সেখানকার কোরোনার জন্য চিহ্নিত SUM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

হাসপাতালের তরফে জানানো হয়, ওই বৃদ্ধা ওড়িশার জজপুর জেলার বাসিন্দা । যখন ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর ওজন ছিল মাত্র 22 কেজি । 12 দিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার পর কোরোনাকে পরাস্ত করেন তিনি । মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এই বৃদ্ধা সুস্থ হয়ে ওঠায় হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই উৎসাহিত বোধ করছেন বলে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয় ।

মঙ্গলবার ওই বৃদ্ধা-সহ জজপুর জেলার মোট 14 জন কোরোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকেই সুস্থ । তাদের মধ্যে দু'জন তিন বছরের শিশুও রয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, ওই 14 জনের মধ্যে এক 60 বছর বয়সি বৃদ্ধও রয়েছেন । তাঁর ডায়াবেটিস রয়েছে । কিন্তু কোরোনায় আক্রান্ত হওয়ায় যখন তাঁকে হাসপাতালে ভরতি করা হয় তখন সে বিষয়ে অবগত ছিলেন না তিনি । চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধ শুধু কোরোনাকে পরাস্ত করেননি । তাঁর রক্তে শর্করার পরিমাণও কমেছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় তাঁর রক্তে শর্করার পরিমাণ 400 থেকে কমে 100-এ আসে ।

রাজ্য সরকারের সহযোগিতায় ও সরকারি সেক্টর মহানদী কোলফিল্ডস লিমিটেডের সমর্থনে কোরোনা চিকিৎসার জন্য এই SUM হাসপাতাল তৈরি করা হয় । এই হাসপাতালে 525 টি বেড রয়েছে । যার মধ্যে 25 টি বেড ICU-তে রয়েছে ।

চার তলার এই হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে । সেখানেই তাঁদের আইসোলেশনে রাখা হচ্ছে । পাশাপাশি উপসর্গহীন ও কোরোনায় গুরুতরভাবে আক্রান্তদের চিকিৎসার জন্যও আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে ।

SUM হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মেডিসিন, পেডিয়াট্রিকস, অ্যানাসথেসিয়া-সহ একাধিক বিভাগ থেকে মোট 82 জন চিকিৎসককে কোরোনা চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে । হাসপাতালে কর্মরত 264 জন নার্স । এই 82 জনের চিকিৎসকের দলকে 14 দিনের জন্য কাজ করতে হচ্ছে । তারপর নতুন 82 জন চিকিৎসকের একটি দলকে তাঁদের জায়গায় পাঠানো হচ্ছে ।

ভুবনেশ্বর, 14 মে : কোরোনা থেকে সুস্থ হলেন ওড়িশার 85 বছরের এক বৃদ্ধা । ইতিমধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তিনি সেখানকার কোরোনার জন্য চিহ্নিত SUM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

হাসপাতালের তরফে জানানো হয়, ওই বৃদ্ধা ওড়িশার জজপুর জেলার বাসিন্দা । যখন ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর ওজন ছিল মাত্র 22 কেজি । 12 দিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার পর কোরোনাকে পরাস্ত করেন তিনি । মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এই বৃদ্ধা সুস্থ হয়ে ওঠায় হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই উৎসাহিত বোধ করছেন বলে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয় ।

মঙ্গলবার ওই বৃদ্ধা-সহ জজপুর জেলার মোট 14 জন কোরোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকেই সুস্থ । তাদের মধ্যে দু'জন তিন বছরের শিশুও রয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, ওই 14 জনের মধ্যে এক 60 বছর বয়সি বৃদ্ধও রয়েছেন । তাঁর ডায়াবেটিস রয়েছে । কিন্তু কোরোনায় আক্রান্ত হওয়ায় যখন তাঁকে হাসপাতালে ভরতি করা হয় তখন সে বিষয়ে অবগত ছিলেন না তিনি । চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধ শুধু কোরোনাকে পরাস্ত করেননি । তাঁর রক্তে শর্করার পরিমাণও কমেছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় তাঁর রক্তে শর্করার পরিমাণ 400 থেকে কমে 100-এ আসে ।

রাজ্য সরকারের সহযোগিতায় ও সরকারি সেক্টর মহানদী কোলফিল্ডস লিমিটেডের সমর্থনে কোরোনা চিকিৎসার জন্য এই SUM হাসপাতাল তৈরি করা হয় । এই হাসপাতালে 525 টি বেড রয়েছে । যার মধ্যে 25 টি বেড ICU-তে রয়েছে ।

চার তলার এই হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে । সেখানেই তাঁদের আইসোলেশনে রাখা হচ্ছে । পাশাপাশি উপসর্গহীন ও কোরোনায় গুরুতরভাবে আক্রান্তদের চিকিৎসার জন্যও আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে ।

SUM হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মেডিসিন, পেডিয়াট্রিকস, অ্যানাসথেসিয়া-সহ একাধিক বিভাগ থেকে মোট 82 জন চিকিৎসককে কোরোনা চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে । হাসপাতালে কর্মরত 264 জন নার্স । এই 82 জনের চিকিৎসকের দলকে 14 দিনের জন্য কাজ করতে হচ্ছে । তারপর নতুন 82 জন চিকিৎসকের একটি দলকে তাঁদের জায়গায় পাঠানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.