কানপুর, 3 জুলাই: শুক্রবার কানপুরের এক কুখ্যাতঅপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ডেপুটি পুলিশ সুপারদেবেন্দ্র মিশ্র সহ আট পুলিশ কর্মী ৷
বিকাশদুবে নামক ওই অপরাধীকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ এলাকায়তল্লাশি চালানোর সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ওই আট পুলিশ কর্মীর, আহত হন আরও ছয়জন ৷
ঘটনারখবর পেয়ে ঘটনাস্থলে যান কানপুরের SSP, IG ও ফরেনসিক দল ৷ ঘটনায় নিহতদেরপরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনিপুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অবস্তিকে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেনির্দেশ দেন এবং সমস্ত ঘটনার একটি রিপোর্ট চেয়ে পাঠান ৷
-
जनपद कानपुर में 'कर्तव्य पथ' पर अपना सर्वस्व न्योछावर करने वाले 08 पुलिसकर्मियों को भावभीनी श्रद्धांजलि।
— Yogi Adityanath (@myogiadityanath) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
शहीद पुलिसकर्मियों ने जिस अपरिमित साहस व अद्भुत कर्तव्यनिष्ठा के साथ अपने दायित्वों का निर्वहन किया, उ.प्र. उसे कभी भूलेगा नहीं। उनका यह बलिदान व्यर्थ नहीं जाएगा।
">जनपद कानपुर में 'कर्तव्य पथ' पर अपना सर्वस्व न्योछावर करने वाले 08 पुलिसकर्मियों को भावभीनी श्रद्धांजलि।
— Yogi Adityanath (@myogiadityanath) July 3, 2020
शहीद पुलिसकर्मियों ने जिस अपरिमित साहस व अद्भुत कर्तव्यनिष्ठा के साथ अपने दायित्वों का निर्वहन किया, उ.प्र. उसे कभी भूलेगा नहीं। उनका यह बलिदान व्यर्थ नहीं जाएगा।जनपद कानपुर में 'कर्तव्य पथ' पर अपना सर्वस्व न्योछावर करने वाले 08 पुलिसकर्मियों को भावभीनी श्रद्धांजलि।
— Yogi Adityanath (@myogiadityanath) July 3, 2020
शहीद पुलिसकर्मियों ने जिस अपरिमित साहस व अद्भुत कर्तव्यनिष्ठा के साथ अपने दायित्वों का निर्वहन किया, उ.प्र. उसे कभी भूलेगा नहीं। उनका यह बलिदान व्यर्थ नहीं जाएगा।
IG মোহিত আগরওয়াল জানান, গতরাত রাতের এনকাউন্টারের ঘটনায় দুইজন দুষ্কৃতীকে আটক করা হয়েছে এবং পুলিশের উপর হামলা চালানোর জন্য ব্য়বহৃত অস্ত্রগুলিও উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার সঙ্গে যুক্ত অন্যন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, কানপুরের এনকাউন্টারের ঘটনা আরও একবার প্রমাণ করল যে রাজ্যে গুন্ডারাজ চলছে এবং পুলিশরা নিজেরাই সুরক্ষিত নয় সেখানে ৷ তিনি টুইটে লেখেন, ‘‘ উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলার আরও একবার প্রমাণিত হল ৷ যেখানে পুলিশরা সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? নিহতদের পরিবারের প্রতি আমি শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’
![8 police officers killed in kanpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7871000_wb_insert.jpg)
প্রিয়াঙ্কা গান্ধি নিহতদের পরিবারেরপ্রতি শোক প্রকাশ করে বলেন, রাজ্যেআইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে ৷ অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠেছে ৷
তিনি মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথের কাছে দ্রুত কড়া পদক্ষেপ করার দাবি জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন স্বয়ংমুখ্যমন্ত্রী ৷ এই ধরনের দুঃখজনক ঘটনার পর তাদের উচিত কড়া পদক্ষেপ করা , যাতে তদন্তে কোনও খামতি না থাকে ৷