ETV Bharat / bharat

24 ঘণ্টায় আক্রান্ত 73,272; মৃত 926 - ভারত

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 69 লাখ 79 হাজার 424 । মোট সুস্থ হয়েছেন 59 লাখ 88 হাজার 823 জন । 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা 82 হাজার 753 । 24 ঘণ্টায় মোট মৃত্যু 926 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 7 হাজার 416 ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 10, 2020, 10:53 AM IST

দিল্লি, 10 অক্টোবর : সম্প্রতি দেশে কোরোনা সংক্রমণের হার তুলনামূলক কমেছে । কয়েক সপ্তাহ আগে প্রায় এক লাখ হারে দৈনিক সংক্রমণ হচ্ছিল । আজ দৈনিক সুস্থের সংখ্যা ছাপিয়ে গিয়েছে সংক্রমণের সংখ্যাকে । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 73 হাজার 272 জন । সুস্থের সংখ্যা 82 হাজারের বেশি ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 69 লাখ 79 হাজার 424 । মোট সুস্থ হয়েছেন 59 লাখ 88 হাজার 823 জন । 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা 82 হাজার 753 । 24 ঘণ্টায় মোট মৃত্যু 926 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 7 হাজার 416 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 6 হাজার 18 । সক্রিয় আক্রান্ত 2,36 947 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 44 হাজার 864 । সক্রিয় আক্রান্ত 47 হাজার 665 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 90 হাজার 269 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 18 হাজার 870 ।

দিল্লি, 10 অক্টোবর : সম্প্রতি দেশে কোরোনা সংক্রমণের হার তুলনামূলক কমেছে । কয়েক সপ্তাহ আগে প্রায় এক লাখ হারে দৈনিক সংক্রমণ হচ্ছিল । আজ দৈনিক সুস্থের সংখ্যা ছাপিয়ে গিয়েছে সংক্রমণের সংখ্যাকে । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 73 হাজার 272 জন । সুস্থের সংখ্যা 82 হাজারের বেশি ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 69 লাখ 79 হাজার 424 । মোট সুস্থ হয়েছেন 59 লাখ 88 হাজার 823 জন । 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা 82 হাজার 753 । 24 ঘণ্টায় মোট মৃত্যু 926 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 7 হাজার 416 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 6 হাজার 18 । সক্রিয় আক্রান্ত 2,36 947 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 44 হাজার 864 । সক্রিয় আক্রান্ত 47 হাজার 665 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 90 হাজার 269 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 18 হাজার 870 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.