ETV Bharat / bharat

বিশ্বের বৃহত্তম সংবিধানের সাফল্য - ভারতের সংবিধান

বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে তার দিকে নজর দেওয়া যাক ।

Indian Constitution
সংবিধানের সাফল্য
author img

By

Published : Nov 26, 2019, 7:49 PM IST

ভারতের সংবিধান বিশ্বের মধ্যে বৃহত্তম । ভারতীয় সংবিধানের সঙ্গে বিশ্বের একাধিক দেশের সংবিধানের মিল পাওয়া যায় । বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে তার দিকে নজর দেওয়া যাক ।

ব্রিটেন : ব্রিটিশ সংবিধানকে সংসদীয় গণতন্ত্রের জনক হিসেবে বিবেচনা করা হয় । ভারতীয় সংবিধান ব্রিটেনের সংবিধান থেকে বেশ কয়েকটি বিষয় গ্রহণ করেছে । সরকারের সংসদীয় রূপ, এক নাগরিকত্ব, মন্ত্রিপরিষদীয় ব্যবস্থা, সংসদের ক্ষমতা, সংসদে দু'টি কক্ষের অবস্থান, স্পিকারের পদ্ধতি ।

আয়ারল্যান্ড : রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভা সদস্যদের মনোনীত করার পদ্ধতি ।

অ্যামেরিকা : রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব ও কর্তব্য বণ্টন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ, মৌলিক অধিকার, ক্ষমতা বণ্টন, বিচার ব্যবস্থার পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রস্তাবনা ।

কানাডা : শক্তিশালী কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন, কেন্দ্রীয় সরকারের আবাসিক ক্ষমতা, রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং এক্তিয়ার ।

অস্ট্রেলিয়া : যুগ্ম তালিকা, সংসদের যৌথ অধিবেশন (ধারা 108), দেশ ও রাজ্যগুলির মধ্যে স্বাধীন বাণিজ্যিক সম্পর্ক ।

USSR (বর্তমান রাশিয়া) : মৌলিক দায়িত্ব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।

ফ্রান্স : প্রস্তাবনার স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ ।

জার্মানি : জরুরি সময়ে মৌলিক অধিকারে স্থগিতাদেশ, জরুরি সময়ে কেন্দ্রের অতিরিক্ত ক্ষমতা ।

দক্ষিণ আফ্রিকা : সংবিধান সংশোধন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন ।

ভারতের সংবিধান বিশ্বের মধ্যে বৃহত্তম । ভারতীয় সংবিধানের সঙ্গে বিশ্বের একাধিক দেশের সংবিধানের মিল পাওয়া যায় । বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে তার দিকে নজর দেওয়া যাক ।

ব্রিটেন : ব্রিটিশ সংবিধানকে সংসদীয় গণতন্ত্রের জনক হিসেবে বিবেচনা করা হয় । ভারতীয় সংবিধান ব্রিটেনের সংবিধান থেকে বেশ কয়েকটি বিষয় গ্রহণ করেছে । সরকারের সংসদীয় রূপ, এক নাগরিকত্ব, মন্ত্রিপরিষদীয় ব্যবস্থা, সংসদের ক্ষমতা, সংসদে দু'টি কক্ষের অবস্থান, স্পিকারের পদ্ধতি ।

আয়ারল্যান্ড : রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভা সদস্যদের মনোনীত করার পদ্ধতি ।

অ্যামেরিকা : রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব ও কর্তব্য বণ্টন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ, মৌলিক অধিকার, ক্ষমতা বণ্টন, বিচার ব্যবস্থার পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রস্তাবনা ।

কানাডা : শক্তিশালী কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন, কেন্দ্রীয় সরকারের আবাসিক ক্ষমতা, রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং এক্তিয়ার ।

অস্ট্রেলিয়া : যুগ্ম তালিকা, সংসদের যৌথ অধিবেশন (ধারা 108), দেশ ও রাজ্যগুলির মধ্যে স্বাধীন বাণিজ্যিক সম্পর্ক ।

USSR (বর্তমান রাশিয়া) : মৌলিক দায়িত্ব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।

ফ্রান্স : প্রস্তাবনার স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ ।

জার্মানি : জরুরি সময়ে মৌলিক অধিকারে স্থগিতাদেশ, জরুরি সময়ে কেন্দ্রের অতিরিক্ত ক্ষমতা ।

দক্ষিণ আফ্রিকা : সংবিধান সংশোধন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন ।

Srinagar, Nov 26 (ANI): CRPF Inspector General Ravideep Singh Sahi on November 26 reacted on improvised explosive device (IED) blast threat in Jammu and Kashmir. He said that the security forces are aware of it and they are taking every measure to counter the IED threats. "We are aware of these threat and we have taken all the counter measures which are required to counter these threat," said Shahi. Earlier in the day, two people were injured in a grenade blast near Kashmir University gate in Srinagar on Tuesday afternoon. Investigation is underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.