ETV Bharat / bharat

রাঁচিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ - Rape in india

ঝড়খণ্ডে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Aa
Aa
author img

By

Published : Oct 4, 2020, 1:27 PM IST

রাঁচি(ঝাড়খণ্ড), 4 অক্টোবর: সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রাঁচির শুকদেব নগরের ঘটনা । ওই ব্যক্তি নিজেকে বিহারের এক রাজনৈতিক দলের নেতা বলে দাবি করেছে ।

অভিযোগ, শুক্রবার রাতে নাবালিকাকে একা পেয়ে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি । তারপর সেখানে তাকে ধর্ষণ করা হয় । ঘটনার পর নাবালিকা অজ্ঞান হয়ে গেলে তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত । পরে ঘটনার কথা নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পারলে শুকদেব নগর থানায় অভিযোগ দায়ের করেন ।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামের বাসিন্দারা । অভিযুক্তর বাড়িতে হামলা চালায় তারা । পরে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ।

একই এলাকা থেকে এই নিয়ে পরপর দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এল । রাঁচির SP জানান, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে । অভিযুক্ত পলাতক । তার খোঁজে তল্লাশি জারি রয়েছে ।

রাঁচি(ঝাড়খণ্ড), 4 অক্টোবর: সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রাঁচির শুকদেব নগরের ঘটনা । ওই ব্যক্তি নিজেকে বিহারের এক রাজনৈতিক দলের নেতা বলে দাবি করেছে ।

অভিযোগ, শুক্রবার রাতে নাবালিকাকে একা পেয়ে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি । তারপর সেখানে তাকে ধর্ষণ করা হয় । ঘটনার পর নাবালিকা অজ্ঞান হয়ে গেলে তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত । পরে ঘটনার কথা নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পারলে শুকদেব নগর থানায় অভিযোগ দায়ের করেন ।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামের বাসিন্দারা । অভিযুক্তর বাড়িতে হামলা চালায় তারা । পরে ঘটনাস্থানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ।

একই এলাকা থেকে এই নিয়ে পরপর দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এল । রাঁচির SP জানান, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে । অভিযুক্ত পলাতক । তার খোঁজে তল্লাশি জারি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.