ETV Bharat / bharat

এবার কোরোনায় আক্রান্ত দিল্লি পুলিশের ওয়্য়ারলেস কন্ট্রোলরুমের 7 জন - দিল্লি পুলিশের ওয়্যারলেস কন্ট্রোলরুম বিভাগ

সাত জন আক্রান্তের খোঁজ পাওয়ায় গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে কন্ট্রোলরুমের পশ্চিম জেলার অফিসটি । চলবে স্যানিটাইজ়েশন । তবে, এর বদলে এই অফিসটির মোবাইল কন্ট্রোলরুম চালু রাখা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 11:56 AM IST

দিল্লি, 22 মে : দিল্লি পুলিশের ওয়্যারলেস কন্ট্রোলরুম বিভাগের সাত জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁরা প্রত্যেকেই এই বিভাগের পশ্চিম জেলায় কর্মরত ছিলেন । সাত জনের রিপোর্ট পজ়িটিভ আসায় আপাতত বন্ধ রাখা হয়েছে কন্ট্রোলরুমটি । 30 জন পুলিশকর্মীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ।

চারদিন আগে দিল্লি পুলিশের ওয়্যারলেস কন্ট্রোল বিভাগের পশ্চিম জেলায় কর্মরত এক পুলিশকর্মীর শরীরে কোরোনা সংক্রমণ মেলে । তারপরই তাঁর সংস্পর্শে আসা পুলিশকর্মীদের লালা সংগ্রহ করে পরীক্ষা হয় । গতকাল এই সাতজন পুলিশকর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁদের পাঠানো হয় হাসপাতালে । ওয়েস্ট কন্ট্রোলরুমের আরও 30 জন পুলিশকর্মীকে হোম আইলসোলেশনে পাঠানো হয়েছে আগামী পাঁচদিনের জন্য ।

এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, সাত জন আক্রান্তের খোঁজ পাওয়ায় গতকালই বন্ধ করে দেওয়া হয়েছে কন্ট্রোলরুমটি । চলবে স্যানিটাইজ়েশন । তবে, এর বদলে এই বিভাগের মোবাইল কন্ট্রোলরুম চালু রাখা হয়েছে ।

এক্ষেত্রে একটি নির্দেশিকায় দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়্যারলেস বিভাগের পশ্চিম জেলার জন্য এই ক'দিন একজন অফিসার ইনচার্জ পাঁচজন পুলিশকর্মী নিয়ে কাজ চালাবেন । সঙ্গে একজন ইন্সপেক্টর থাকবেন জেনেরাল শিফটে ।

দিল্লি, 22 মে : দিল্লি পুলিশের ওয়্যারলেস কন্ট্রোলরুম বিভাগের সাত জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁরা প্রত্যেকেই এই বিভাগের পশ্চিম জেলায় কর্মরত ছিলেন । সাত জনের রিপোর্ট পজ়িটিভ আসায় আপাতত বন্ধ রাখা হয়েছে কন্ট্রোলরুমটি । 30 জন পুলিশকর্মীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ।

চারদিন আগে দিল্লি পুলিশের ওয়্যারলেস কন্ট্রোল বিভাগের পশ্চিম জেলায় কর্মরত এক পুলিশকর্মীর শরীরে কোরোনা সংক্রমণ মেলে । তারপরই তাঁর সংস্পর্শে আসা পুলিশকর্মীদের লালা সংগ্রহ করে পরীক্ষা হয় । গতকাল এই সাতজন পুলিশকর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁদের পাঠানো হয় হাসপাতালে । ওয়েস্ট কন্ট্রোলরুমের আরও 30 জন পুলিশকর্মীকে হোম আইলসোলেশনে পাঠানো হয়েছে আগামী পাঁচদিনের জন্য ।

এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, সাত জন আক্রান্তের খোঁজ পাওয়ায় গতকালই বন্ধ করে দেওয়া হয়েছে কন্ট্রোলরুমটি । চলবে স্যানিটাইজ়েশন । তবে, এর বদলে এই বিভাগের মোবাইল কন্ট্রোলরুম চালু রাখা হয়েছে ।

এক্ষেত্রে একটি নির্দেশিকায় দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়্যারলেস বিভাগের পশ্চিম জেলার জন্য এই ক'দিন একজন অফিসার ইনচার্জ পাঁচজন পুলিশকর্মী নিয়ে কাজ চালাবেন । সঙ্গে একজন ইন্সপেক্টর থাকবেন জেনেরাল শিফটে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.