ETV Bharat / bharat

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রীর আপ্ত সহায়কসহ 7 - গবাদি পশুর খাদ্য

গবাদি পশুর খাদ্য সরবরাহের সরকারি কনট্রাক্ট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 9.72 কোটি টাকা প্রতারণার ঘটনায় STF সাতজনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভার সচিবালয়ের এক প্রতিমন্ত্রীর আপ্ত সহায়ক ।

UP Secretariat
প্রায় দশ কোটি টাকার প্রতারণা
author img

By

Published : Jun 16, 2020, 12:19 AM IST

লখনউ, 15 জুন : সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি । আর সেই প্রতিশ্রুতি দিয়ে প্রায় দশ কোটি টাকার প্রতারণা । এই অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের এক প্রতিমন্ত্রীর আপ্ত সহায়কসহ মোট 7 জনকে ৷ আজ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এই সাত জনকে গ্রেপ্তার করেছে ৷ STF-এর অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ASP) বিশাল বিক্রম সিং বলেন," এই ঘটনায় 14 জনের যুক্ত থাকার কথা জানা গিয়েছে ৷ এর মধ্যে বিধানসভা সচিবালয়ের কয়েক জন কর্মী ও সাংবাদিকও যুক্ত আছেন ৷ ইন্দোর-ভিত্তিক ব্যবসায়ী মনজিৎ সিং ভাটিয়াকে গবাদি পশুর খাদ্য সরবরাহের কনট্রাক্ট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে জালিয়াতি করা হয় বলে অভিযোগ ৷

ভাটিয়ার কাছ থেকে 9.72 কোটি টাকা প্রতারণা করা হয়েছিল বলে জানা গিয়েছে । বিশাল বিক্রম সিং জানান, বাকিদেরও কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে । অভিযুক্তরা সচিবালয়ের বিভিন্ন মন্ত্রকে খুব সহজে যাতায়াত করতে পারতেন । এর থেকে মানুষের ধারণা হয় যে তাঁরা সরকারি কাজের কনট্রাক্ট খুব সহজে ব্যবস্থা করতে সক্ষম । ASP জানান, গ্রেপ্তার হওয়া প্রতিমন্ত্রীর আপ্ত সহায়কের নাম রজনীশ দীক্ষিত । গ্রেপ্তার করা হয়েছে ধীরাজ কুমার দেব, আশিস রাই, A.K. রাজীব ওরফে অখিলেশ কুমারকে । A.K. রাজীব নিজেকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় দিয়েছেন । অনিল রাই, রূপক রাই এবং উমাশঙ্কর তেওয়ারি নামে তিনজনকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তার হওয়া আশিস রাইয়ের বাড়ি থেকে মোট 28.32 লাখ টাকা উদ্ধার করা হয়েছে । আরও যে সাত জন অভিযুক্ত তাঁদের নামও জানিয়েছেন ASP বিশাল বিক্রম সিং । বাকি সাতজন হল অরুণ রাই, মন্টি গুরজার, সন্তোষ মিশ্র, অমিত মিশ্র, দিল বাহার সিং যাদব, হোমগার্ড রঘুবীর যাদব ও চালক বিজয় কুমার ।

STF আধিকারিকরা জানান, ব্যবসায়ী মনজিৎ সিং ভাটিয়া প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা ফেরত চান । অভিযুক্তরা তখন তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ । শনিবার রাতে মনজিৎ সিং ভাটিয়া হজরতগঞ্জ পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেন । পুলিশ প্রাথমিক তদন্ত করে জালিয়াতির হদিস পায় ।

লখনউ, 15 জুন : সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি । আর সেই প্রতিশ্রুতি দিয়ে প্রায় দশ কোটি টাকার প্রতারণা । এই অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের এক প্রতিমন্ত্রীর আপ্ত সহায়কসহ মোট 7 জনকে ৷ আজ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এই সাত জনকে গ্রেপ্তার করেছে ৷ STF-এর অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ASP) বিশাল বিক্রম সিং বলেন," এই ঘটনায় 14 জনের যুক্ত থাকার কথা জানা গিয়েছে ৷ এর মধ্যে বিধানসভা সচিবালয়ের কয়েক জন কর্মী ও সাংবাদিকও যুক্ত আছেন ৷ ইন্দোর-ভিত্তিক ব্যবসায়ী মনজিৎ সিং ভাটিয়াকে গবাদি পশুর খাদ্য সরবরাহের কনট্রাক্ট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে জালিয়াতি করা হয় বলে অভিযোগ ৷

ভাটিয়ার কাছ থেকে 9.72 কোটি টাকা প্রতারণা করা হয়েছিল বলে জানা গিয়েছে । বিশাল বিক্রম সিং জানান, বাকিদেরও কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে । অভিযুক্তরা সচিবালয়ের বিভিন্ন মন্ত্রকে খুব সহজে যাতায়াত করতে পারতেন । এর থেকে মানুষের ধারণা হয় যে তাঁরা সরকারি কাজের কনট্রাক্ট খুব সহজে ব্যবস্থা করতে সক্ষম । ASP জানান, গ্রেপ্তার হওয়া প্রতিমন্ত্রীর আপ্ত সহায়কের নাম রজনীশ দীক্ষিত । গ্রেপ্তার করা হয়েছে ধীরাজ কুমার দেব, আশিস রাই, A.K. রাজীব ওরফে অখিলেশ কুমারকে । A.K. রাজীব নিজেকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় দিয়েছেন । অনিল রাই, রূপক রাই এবং উমাশঙ্কর তেওয়ারি নামে তিনজনকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তার হওয়া আশিস রাইয়ের বাড়ি থেকে মোট 28.32 লাখ টাকা উদ্ধার করা হয়েছে । আরও যে সাত জন অভিযুক্ত তাঁদের নামও জানিয়েছেন ASP বিশাল বিক্রম সিং । বাকি সাতজন হল অরুণ রাই, মন্টি গুরজার, সন্তোষ মিশ্র, অমিত মিশ্র, দিল বাহার সিং যাদব, হোমগার্ড রঘুবীর যাদব ও চালক বিজয় কুমার ।

STF আধিকারিকরা জানান, ব্যবসায়ী মনজিৎ সিং ভাটিয়া প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা ফেরত চান । অভিযুক্তরা তখন তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ । শনিবার রাতে মনজিৎ সিং ভাটিয়া হজরতগঞ্জ পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করেন । পুলিশ প্রাথমিক তদন্ত করে জালিয়াতির হদিস পায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.