জয়পুর, 20 জানুয়ারি : রাজস্থানের চুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ । দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে । আহত একাধিক ।
আজ সকালে চুরুর 58 নম্বর সালাসর জাতীয় সড়কে দিয়ে যাচ্ছিল ট্রাকটি । হাইওয়ে সংলগ্ন ন্যামা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি । ঘটনাস্থানেই গাড়িতে থাকা আট জনের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে । মৃতদের বাড়ি শিকরের সাহবসর গ্রামে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । গাড়ির মধ্যে থাকা আহত যুবককে শিকর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
-
Deeply saddened to know of a road accident in which seven people have lost lives at Salasar Fatehpur Road in Salasar area, Churu. My heart goes out to their families. May they find strength. Prayers for speedy recovery of those injured. #Rajasthan
— Ashok Gehlot (@ashokgehlot51) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply saddened to know of a road accident in which seven people have lost lives at Salasar Fatehpur Road in Salasar area, Churu. My heart goes out to their families. May they find strength. Prayers for speedy recovery of those injured. #Rajasthan
— Ashok Gehlot (@ashokgehlot51) January 20, 2020Deeply saddened to know of a road accident in which seven people have lost lives at Salasar Fatehpur Road in Salasar area, Churu. My heart goes out to their families. May they find strength. Prayers for speedy recovery of those injured. #Rajasthan
— Ashok Gehlot (@ashokgehlot51) January 20, 2020
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট । টুইটে তিনি জানান, মৃতদের পরিবারের পাশে রয়েছি । আহত যুবকের দ্রুত আরোগ্য কামনা করছি ।