তেজপুর (অসম), 2 মার্চ : অসমে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ ৷ অসমের বিশ্বনাথ জেলার গোহপুর থানা এলাকার ঘটনা ৷ 12 বছর বয়সি ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে সাত নাবালককে গ্রেপ্তার করা হয়েছে ৷ এরা প্রত্যেকেই একই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ৷
গত 29 ফেব্রুয়ারি (শনিবার), একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কিশোরীর দেহ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ সেই সূত্র ধরে পুলিশ ওই সাত নাবলাককে গ্রেপ্তার করে ৷ জানা গেছে, 28 ফেব্রুয়ারি পরীক্ষা শেষের পর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল অভিযুক্তরা ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল মৃত ওই কিশোরীকেও ৷ পুলিশের অনুমান, সেই সময় ধর্ষণ করা হয়েছিল কিশোরীকে ৷
গোহপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, গণধর্ষণের পর ওই কিশোরীকে নিকটবর্তী জঙ্গলে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷