চেন্নাই, 26 জুলাই : তামিলনাড়ুতে আজ নতুন করে কোরোনায় আক্রান্ত 6,986 জন । মৃত্যু হয়েছে 85 জনের । এই নিয়ে রাজ্যে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে ।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,13,723 । যার মধ্যে 53,703 জন বর্তমানে চিকিৎসাধীন । এখনও পর্যন্ত 1,56,526 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । কোরোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা 3,494 ।
আজ একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল তামিলনাড়ুতে ।
- রাজ্যে COVID -19 পরীক্ষার সুবিধা রয়েছে 116টি কেন্দ্রে (58 সরকারি + 58 বেসরকারি)
- গতকাল অবধি সক্রিয় আক্রান্তের সংখ্যা 52,273
- আজ নতুন করে 6,986 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে
- তামিলনাড়ুতে নতুন করে 6,986 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ যার মধ্যে 75 জন বাইরে থেকে এ'রাজ্যে এসেছেন ।
- 5,471 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়েছেন
- আজ মোট মৃত্যুর সংখ্যা 85
- সক্রিয় আক্রান্তের সংখ্যা 53,703 (আইসোলেশন সহ)