মুম্বই, 3 জুলাই : মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 6 হাজার 364 জন । যা এপর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 198 জনের । এই নিয়ে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দু'লাখ ছুঁইছুঁই ।
মহারাষ্ট্রে দিনে গড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজারে । সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বইয়ে । মৃত্যুর হারেও সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র । সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, এরাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা 54.24 শতাংশ । এখন মোট 79 হাজার 911 জনের চিকিৎসা চলছে ।
মহারাষ্ট্রের পাশাপাশি সংক্রমণ দ্রুত বাড়ছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি ও তেলাঙ্গানায় । যা নিয়ে দেশে ক্রমে বাড়ছে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 20 হাজার 903 জন । আক্রান্তের নিরিখে অ্যামেরিকা , ব্রাজ়িল , রাশিয়ার পরই চতুর্থ স্থানে রয়েছে ভারত ।
এদিকে সব ঠিক থাকলে এবছরই দেশের বাজারে আসতে পারে ভারত বায়োটেকের তৈরি COVAXIN ৷ দ্রুত ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে 15 অগাস্টের মধ্যে এই ভ্যাকসিন বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে ICMR-র তরফ থেকে ৷