ETV Bharat / bharat

গুয়াহাটিতে আত্মসমর্পণ 63 জন জঙ্গির - অসমের গুয়াহাটিতে আত্মসমর্পণ 8 জঙ্গি গোষ্ঠীর 63 সদস্যের

গতকাল গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে আত্মসমর্পণ করে 63 জন জঙ্গি ৷

63 members of 4 militant groups surrender in Assam
অসমের গুয়াহাটিতে আত্মসমর্পণ 8 জঙ্গি গোষ্ঠীর 63 সদস্যের
author img

By

Published : Dec 22, 2020, 11:19 AM IST

গুয়াহাটি, 22 ডিসেম্বর : আত্মসমর্পণ করল আট জঙ্গিগোষ্ঠীর 63 জন সদস্য । গতকাল গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করে ৷ অনুষ্ঠানে ছিলেন অসমের ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ ভাস্কর জ্যোতি মহন্ত ৷

ডিজিপি বলেন, মুখ্যমন্ত্রী সোনওয়ালের নেতৃত্বে অসমে তৈরি হয়েছে নতুন যুগ ৷ টুইটারে তিনি লেখেন, " গত তিন দশক ধরে অসম জঙ্গি দমনে তৎপর ৷ কিন্তু সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে রাজ্যে নতুন যুগের সৃষ্টি হয়েছে ৷ জঙ্গিমুক্ত অসম তৈরিতে বিশ্বাসী বর্তমান সরকার ৷"

এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, "আজ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী থেকে 63 জন সদস্য আত্মসমর্পণ করেছে ৷ তাদের জন্য শুভেচ্ছা ৷ আশা করি, তারা খুব শীঘ্রই সমাজের দায়িত্ববান সদস্য হয়ে উঠে নিজেদের প্রমাণ করবে ৷ #assamagainstterrorism ৷ "

গুয়াহাটি, 22 ডিসেম্বর : আত্মসমর্পণ করল আট জঙ্গিগোষ্ঠীর 63 জন সদস্য । গতকাল গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করে ৷ অনুষ্ঠানে ছিলেন অসমের ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ ভাস্কর জ্যোতি মহন্ত ৷

ডিজিপি বলেন, মুখ্যমন্ত্রী সোনওয়ালের নেতৃত্বে অসমে তৈরি হয়েছে নতুন যুগ ৷ টুইটারে তিনি লেখেন, " গত তিন দশক ধরে অসম জঙ্গি দমনে তৎপর ৷ কিন্তু সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে রাজ্যে নতুন যুগের সৃষ্টি হয়েছে ৷ জঙ্গিমুক্ত অসম তৈরিতে বিশ্বাসী বর্তমান সরকার ৷"

এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, "আজ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী থেকে 63 জন সদস্য আত্মসমর্পণ করেছে ৷ তাদের জন্য শুভেচ্ছা ৷ আশা করি, তারা খুব শীঘ্রই সমাজের দায়িত্ববান সদস্য হয়ে উঠে নিজেদের প্রমাণ করবে ৷ #assamagainstterrorism ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.