ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা ছাড়াল 74 লাখ, সুস্থতার হার প্রায় 88 শতাংশ - coronavirus news update

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 লাখ 32 হাজার 681 । 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত 62 হাজার 212 ।

corona
corona
author img

By

Published : Oct 17, 2020, 10:35 AM IST

দিল্লি, 17 অক্টোবর : দৈনিক সংক্রমণের সংখ্যা সম্প্রতি কমেছে । কমেছে মৃত্যুর হারও । এইদিকে সুস্থের সংখ্যাও বাড়ছে । 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 62 হাজার 212 । দেশে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল 74 লাখ । তবে 24 ঘণ্টায় 70 হাজার 816 জন কোরোনা মুক্তও হয়েছেন ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 লাখ 32 হাজার 681 । তার মধ্যে 65 লাখ 24 হাজার 596 জন সুস্থ হয়েছেন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 837 জনের । কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 1 লাখ 12 হাজার 998 । অর্থাৎ, মৃত্যুর হার এখন 1.5 শতাংশ । 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে । কমছে মৃত্যুর সংখ্যা । এ'কথা জানিয়ে গতকাল সকালে টুইটও করে স্বাস্থ্যমন্ত্রক ।

সক্রিয় আক্রান্ত 7 লাখ 95 হাজার 87 । বেশিরভাগই সুস্থ হয়েছেন । দেশে কোরোনা সংক্রমণে সুস্থতার হার প্রায় 88 শতাংশ ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম । গতকাল সংক্রমিত হয়েছিলেন 63 হাজার 371 জন । আজ আক্রান্তের সংখ্যা 62 হাজার 212 । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যানও কম । গতকাল 895 জনের মৃত্যু হয়েছিল ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 76 হাজার 62 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 90 হাজার 192 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7লাখ 75 হাজার 470 । সক্রিয় আক্রান্ত 38হাজার 979 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 51 হাজার 390 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 12 হাজার 446 ।

24 ঘণ্টায় 9 লাখ 99 হাজার 90 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 16 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 32 লাখ 54 হাজার 17 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 17 অক্টোবর : দৈনিক সংক্রমণের সংখ্যা সম্প্রতি কমেছে । কমেছে মৃত্যুর হারও । এইদিকে সুস্থের সংখ্যাও বাড়ছে । 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 62 হাজার 212 । দেশে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল 74 লাখ । তবে 24 ঘণ্টায় 70 হাজার 816 জন কোরোনা মুক্তও হয়েছেন ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 লাখ 32 হাজার 681 । তার মধ্যে 65 লাখ 24 হাজার 596 জন সুস্থ হয়েছেন ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 837 জনের । কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 1 লাখ 12 হাজার 998 । অর্থাৎ, মৃত্যুর হার এখন 1.5 শতাংশ । 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে । কমছে মৃত্যুর সংখ্যা । এ'কথা জানিয়ে গতকাল সকালে টুইটও করে স্বাস্থ্যমন্ত্রক ।

সক্রিয় আক্রান্ত 7 লাখ 95 হাজার 87 । বেশিরভাগই সুস্থ হয়েছেন । দেশে কোরোনা সংক্রমণে সুস্থতার হার প্রায় 88 শতাংশ ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম । গতকাল সংক্রমিত হয়েছিলেন 63 হাজার 371 জন । আজ আক্রান্তের সংখ্যা 62 হাজার 212 । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যানও কম । গতকাল 895 জনের মৃত্যু হয়েছিল ।

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 76 হাজার 62 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 90 হাজার 192 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7লাখ 75 হাজার 470 । সক্রিয় আক্রান্ত 38হাজার 979 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 51 হাজার 390 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 12 হাজার 446 ।

24 ঘণ্টায় 9 লাখ 99 হাজার 90 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 16 অক্টোবর পর্যন্ত মোট 9 কোটি 32 লাখ 54 হাজার 17 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.