ETV Bharat / bharat

হায়দরাবাদে পুলিশি টহলদারি গাড়ির ধাক্কায় মৃত নাবালক - Bhagwanth Reddy

সীতারামবাগে একটি খাবারের দোকানের সামনে হাত ধোয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ।

Accidental death of 6 years old boy
Accidental death of 6 years old boy
author img

By

Published : Oct 1, 2020, 5:19 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর : পুলিশি টহলদারি গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালকের । তেলাঙ্গানার হায়দরাবাদের ঘটনা ।

মৃতের নাম হর্ষবর্ধন (6) । পুলিশ আধিকারিক রণবীর রেড্ডি জানান, মঙ্গলঘাট থানার ওই টহলদারি গাড়ির চালক ছিলেন স্পেশাল পুলিশ অফিসার ভাগবন্ত রেড্ডি । বলেন, "ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 304A ( গাফিলতির কারণে মৃত্যু ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মৃত নাবালকের বাবা শ্রীনিবাসন জানান, সীতারামবাগে একটি খাবারের দোকানের সামনে হাত ধোয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বলেন, "টহলদারি গাড়িটি টায়ারে হওয়া ভরতে সেখানে এসেছিল । সেই সময় আমার ছেলেকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । "

হায়দরাবাদ, 1 অক্টোবর : পুলিশি টহলদারি গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালকের । তেলাঙ্গানার হায়দরাবাদের ঘটনা ।

মৃতের নাম হর্ষবর্ধন (6) । পুলিশ আধিকারিক রণবীর রেড্ডি জানান, মঙ্গলঘাট থানার ওই টহলদারি গাড়ির চালক ছিলেন স্পেশাল পুলিশ অফিসার ভাগবন্ত রেড্ডি । বলেন, "ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 304A ( গাফিলতির কারণে মৃত্যু ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মৃত নাবালকের বাবা শ্রীনিবাসন জানান, সীতারামবাগে একটি খাবারের দোকানের সামনে হাত ধোয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বলেন, "টহলদারি গাড়িটি টায়ারে হওয়া ভরতে সেখানে এসেছিল । সেই সময় আমার ছেলেকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.