ETV Bharat / bharat

বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গিনেস বুকে গুজরাতের নাবালক - আরহান তালসানিয়া

আরহানের বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তিনি তাঁর ছেলেকে কোডিংয়ের প্রাথমিক বিষয় শিখিয়েছেন ।

world's youngest computer programmer
বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার গুজরাতের 6 বছরের পড়ুয়া
author img

By

Published : Nov 10, 2020, 11:49 AM IST

Updated : Nov 10, 2020, 8:48 PM IST

আহমেদাবাদ, 10 নভেম্বর : বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল গুজরাতের ছ'বছরের নাবালক । পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাশ করে এই কৃতিত্বের অধিকারী হল আরহান ওম তালসানিয়া ।

আরহানের বাবা ওম তালসানিয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তাঁর কাছ থেকে কোডিং শিখেছে আরহান । ক্লাস টু-য়ের ছাত্র আরহান মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষা পাশ করে । আরহানের কথায়, "আমি দু'বছর বয়স থেকে ট্যাবলেট ব্যবহার করি । তিন বছর বয়সে iOS এবং উইন্ডোজ়-এর গ্যাজেট কিনেছিলাম । আমার বাবা পাইথনের উপরে কাজ করছিলেন ।" পাইথনের তরফে যখন সার্টিফিকেট পায় আরহান তখন সে ছোটো ছোটো গেম তৈরি করছিল । কিছু সময় পর তার কাজের প্রমাণ চাওয়া হয় । কয়েক মাস পর পাইথনের তরফে অনুমোদন দিলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে আরহানের ।

খুদে আরহানের চোখে অনেক স্বপ্ন । বড় হয়ে সে উদ্যোগপতি হতে চায় এবং সবাইকে সাহায্য করতে চায় । অ্যাপ, গেম, কোডিংয়ের জন্য সিস্টেম তৈরি করতে চায় । পাশাপাশি দুঃস্থদের পাশেও দাঁড়াতে চায় সে । আরহানের বাবা ওম তালসানিয়া বলেন, "আমার ছেলে কোডিংয়ের বিষয়ে উৎসাহ ছিল । আমি তাকে প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয় শিখিয়েছি । ছোটো থেকে গ্যাজেটের প্রতি ওর আকর্ষণ রয়েছে । ভিডিয়ো গেম খেলতে খেলতে তা তৈরি করতে শিখেছে ।"

আহমেদাবাদ, 10 নভেম্বর : বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল গুজরাতের ছ'বছরের নাবালক । পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাশ করে এই কৃতিত্বের অধিকারী হল আরহান ওম তালসানিয়া ।

আরহানের বাবা ওম তালসানিয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তাঁর কাছ থেকে কোডিং শিখেছে আরহান । ক্লাস টু-য়ের ছাত্র আরহান মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষা পাশ করে । আরহানের কথায়, "আমি দু'বছর বয়স থেকে ট্যাবলেট ব্যবহার করি । তিন বছর বয়সে iOS এবং উইন্ডোজ়-এর গ্যাজেট কিনেছিলাম । আমার বাবা পাইথনের উপরে কাজ করছিলেন ।" পাইথনের তরফে যখন সার্টিফিকেট পায় আরহান তখন সে ছোটো ছোটো গেম তৈরি করছিল । কিছু সময় পর তার কাজের প্রমাণ চাওয়া হয় । কয়েক মাস পর পাইথনের তরফে অনুমোদন দিলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে আরহানের ।

খুদে আরহানের চোখে অনেক স্বপ্ন । বড় হয়ে সে উদ্যোগপতি হতে চায় এবং সবাইকে সাহায্য করতে চায় । অ্যাপ, গেম, কোডিংয়ের জন্য সিস্টেম তৈরি করতে চায় । পাশাপাশি দুঃস্থদের পাশেও দাঁড়াতে চায় সে । আরহানের বাবা ওম তালসানিয়া বলেন, "আমার ছেলে কোডিংয়ের বিষয়ে উৎসাহ ছিল । আমি তাকে প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয় শিখিয়েছি । ছোটো থেকে গ্যাজেটের প্রতি ওর আকর্ষণ রয়েছে । ভিডিয়ো গেম খেলতে খেলতে তা তৈরি করতে শিখেছে ।"

Last Updated : Nov 10, 2020, 8:48 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.