ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে 6 শ্রমিককে পিষে দিল বাস, আহত 5 - সাহারানপুর

আর বাড়ি ফেরা হল না ৷ পথেই গেল প্রাণ ৷ গতকাল রাতে উত্তরপ্রদেশের দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷

Migrant workers
Migrant workers
author img

By

Published : May 14, 2020, 8:46 AM IST

Updated : May 14, 2020, 11:38 AM IST

মুজ়াফ্ফরনগর, 14 মে : ভিনরাজ্য থেকে ফিরছিলেন। এমন ছয় শ্রমিককে পিষে দিল দ্রুতগামী একটি বাস ৷ দুর্ঘটনায় আহত 5। গতরাতে দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ছয় শ্রমিক ও আহতরা পঞ্জাব থেকে বিহরের গোপালগঞ্জের বাড়িতে ফিরছিলেন ৷

দীর্ঘ লকডাউনে আটকে পড়েছিলেন। লকডাউন একটু শিথিল হওয়ায় বিহারের বাড়িতে ফেরার উদ্যোগ নেন ওই 11 জন শ্রমিত। 1500-র বেশি কিলোমিটার তাঁদের হাঁটতে হত। সেইমতো হাঁটা শুরু করেছিলেন ৷ গতরাতে পঞ্জাব থেকে প্রায় 350 কিলোমিটার হেঁটে উত্তরপ্রদেশের মুজ়াফ্ফরনগর পৌঁছে গেছিলেন তাঁরা। কিন্তু, ঘলিলি চেক পোস্ট ও রোহানা টোলপ্লাজার মাঝে এক জায়গায় তাঁদের পিষে দেয় দ্রুত গতির একটি বাস।

দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়। আহত 5 জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বাসের চালক মদ্যপ ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুজ়াফ্ফরনগর, 14 মে : ভিনরাজ্য থেকে ফিরছিলেন। এমন ছয় শ্রমিককে পিষে দিল দ্রুতগামী একটি বাস ৷ দুর্ঘটনায় আহত 5। গতরাতে দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ছয় শ্রমিক ও আহতরা পঞ্জাব থেকে বিহরের গোপালগঞ্জের বাড়িতে ফিরছিলেন ৷

দীর্ঘ লকডাউনে আটকে পড়েছিলেন। লকডাউন একটু শিথিল হওয়ায় বিহারের বাড়িতে ফেরার উদ্যোগ নেন ওই 11 জন শ্রমিত। 1500-র বেশি কিলোমিটার তাঁদের হাঁটতে হত। সেইমতো হাঁটা শুরু করেছিলেন ৷ গতরাতে পঞ্জাব থেকে প্রায় 350 কিলোমিটার হেঁটে উত্তরপ্রদেশের মুজ়াফ্ফরনগর পৌঁছে গেছিলেন তাঁরা। কিন্তু, ঘলিলি চেক পোস্ট ও রোহানা টোলপ্লাজার মাঝে এক জায়গায় তাঁদের পিষে দেয় দ্রুত গতির একটি বাস।

দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়। আহত 5 জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বাসের চালক মদ্যপ ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Last Updated : May 14, 2020, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.