ধার(মধ্যপ্রদেশ), 6 অক্টোবর : দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পিছনে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল 6 শ্রমিকের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার জেলায় ৷ আহত হয়েছেন 24 জন শ্রমিক ৷ তাঁদের তিরলা ও ধার জেলার হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
চাষবাসের কাজ সেরে মাঝরাতে পিকআপ ভ্যানে করে নিজেদের গ্রামে ফিরছিলেন ওই শ্রমিকরা ৷ ফেরার পথে গাড়ির চাকা ফেটে যায় ৷ রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে টায়ার বদলাচ্ছিলেন চালক ৷ গাড়ির ভিতরে বসে ছিলেন শ্রমিকরা ৷ ভোর তিনটে নাগাদ একটি ট্যাঙ্কার খুব জোরে এসে ওই পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছয়জনের ৷ মৃতদের মধ্যে 12 ও 15 বছরের দুই কিশোর ও দু'জন মহিলা রয়েছেন ৷
ঘটনাটি ঘটেছে তিরলা পুলিশ স্টেশনের চিকলিয়া ফেটার কাছে ইন্দোর-আমেদাবাদ রোডে ৷ তিরলা পুলিশ স্টেশন থেকে জায়গাটি 8 কিলোমিটার দূরে ৷ ধার জেলার অতিরিক্ত জেলাশাসক শৈলেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, আহত 24 জনের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক ৷