ETV Bharat / bharat

উধমপুরে খাদে বাস উলটে মৃত ৬ - deep george

উধমপুরে খাদ বাস উলটে মৃত্যু হল ছ'জনের। আহত ৩৮ জন।

দুর্ঘটনাগ্রস্ত বাস
author img

By

Published : Mar 2, 2019, 10:58 AM IST


উধমপুর (জম্মু ও কাশ্মীর), ২ ফেব্রুয়ারি : গভীর খাদে বাস উলটে মৃত্যু হল ছ'জনের। দুর্ঘটনাটি উধমপুরের মাজালটা এলাকার। আহত হয়েছেন ৩৮ জন।

গতরাতে সুরিনসর থেকে একটি বাস শ্রীনগর যাচ্ছিল। সেইসময় মাজালটার কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।


উধমপুর (জম্মু ও কাশ্মীর), ২ ফেব্রুয়ারি : গভীর খাদে বাস উলটে মৃত্যু হল ছ'জনের। দুর্ঘটনাটি উধমপুরের মাজালটা এলাকার। আহত হয়েছেন ৩৮ জন।

গতরাতে সুরিনসর থেকে একটি বাস শ্রীনগর যাচ্ছিল। সেইসময় মাজালটার কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

Kanyakumari (Tamil Nadu), Mar 01 (ANI): Prime Minister Narendra Modi, who is on his Tamil Nadu visit to unveil several developmental projects, while addressing the gathering, PM Modi expressed his pride on Wing Commander Abhinandan Varthaman, who was in captivity of Pakistan Army after he fell in Pakistan territory during 'dog fight' between India and Pakistan over LoC. "Every Indian is proud that the brave Wing Commander Abhinandan is from Tamil Nadu", said PM Modi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.