ETV Bharat / bharat

শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা, জখম 6 CRPF - শ্রীনগরে গ্রেনেড হামলা

শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত ছয় CRPF জওয়ান ৷

ছবি
author img

By

Published : Oct 26, 2019, 8:33 PM IST

Updated : Oct 26, 2019, 11:23 PM IST

জম্মু ও কাশ্মীর, 26 অক্টোবর : শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা ৷ ঘটনায় ছ'জন CRPF জওয়ান জখম হয়েছেন ৷

  • Jammu and Kashmir: 6 CRPF personnel injured in grenade attack by terrorists in Srinagar's Karan Nagar. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/z0uaozQIkn

    — ANI (@ANI) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সন্ধ্যায় করণনগরে হামলা চালায় জঙ্গিরা ৷ তবে কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি ৷

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পরও একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ আজ এই হামলার পিছনে পাকিস্তানের কোনও হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীর, 26 অক্টোবর : শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা ৷ ঘটনায় ছ'জন CRPF জওয়ান জখম হয়েছেন ৷

  • Jammu and Kashmir: 6 CRPF personnel injured in grenade attack by terrorists in Srinagar's Karan Nagar. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/z0uaozQIkn

    — ANI (@ANI) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সন্ধ্যায় করণনগরে হামলা চালায় জঙ্গিরা ৷ তবে কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি ৷

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পরও একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ আজ এই হামলার পিছনে পাকিস্তানের কোনও হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Srinagar, Oct 26 (ANI): While speaking to media on increasing violence in Jammu and Kashmir, Director General of Police (DGP) of JandK Dilbag Singh said, "JandK's economy is dependent on horticulture and tourism. Militants with support from Pakistan want to damage both. It is an attack on livelihood of people. We have identified the culprits and they will soon be brought to book." "Militants aim is to destroy the business of apple in JandK but, our main priority is that we should facilitate people. We have taken necessary steps in this regard," he added.

Last Updated : Oct 26, 2019, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.