ETV Bharat / bharat

মথুরা জেলা সংশোধনাগারে কোরোনায় আক্রান্ত 24, কোয়ারানটিনে 500-র বেশি বন্দী - Mathura

এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 831 জন । মৃত্যু হয়েছে 43 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্য়া 564 জন । জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে এমনটাই জানানো হয়েছে ।

Mathura
মথুরা জেলা সংশোধনাগারে কোরোনা আক্রান্ত 24
author img

By

Published : Aug 23, 2020, 5:49 PM IST

মথুরা , 23 অগাস্ট : কোরোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মথুরা জেলা সংশোধনাগারের 24 জন বন্দী । এরপরই সংশোধনার কর্তৃপক্ষের তরফে 500-র বেশি বন্দীকে কোয়ারানটিনে পাঠানো হয় । ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সংশোধনাগারকে স্যানিটাইজ় করা হয়েছে ।

মথুরা জেলা সংশোধনাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র মৈত্রেয় বলেন , " আমরা সংশোধনাগারের সকলের উপর খেয়াল রাখছি । তবে কয়েকজন কর্মী বাইরে থেকে আসছেন । খাবার সরবরাহ করছেন । সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে । উপসর্গহীন রোগীদের রাখার জন্য দু'টি আলাদা ব্যারাক গঠন করা হয়েছে । "

এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 831 জন । মৃত্যু হয়েছে 43 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্য়া 564 জন । জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে এমনটাই জানানো হয়েছে ।

গত মাসে ঝাঁসি সংশোধনাগারে কোরোনায় আক্রান্ত হয়েছিল 128 জন বন্দী । অন্যদিকে , বালিয়া সংশোধনাগারে 228 জন বন্দী কোরোনায় আক্রান্ত হয় ।

মথুরা , 23 অগাস্ট : কোরোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মথুরা জেলা সংশোধনাগারের 24 জন বন্দী । এরপরই সংশোধনার কর্তৃপক্ষের তরফে 500-র বেশি বন্দীকে কোয়ারানটিনে পাঠানো হয় । ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সংশোধনাগারকে স্যানিটাইজ় করা হয়েছে ।

মথুরা জেলা সংশোধনাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র মৈত্রেয় বলেন , " আমরা সংশোধনাগারের সকলের উপর খেয়াল রাখছি । তবে কয়েকজন কর্মী বাইরে থেকে আসছেন । খাবার সরবরাহ করছেন । সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে । উপসর্গহীন রোগীদের রাখার জন্য দু'টি আলাদা ব্যারাক গঠন করা হয়েছে । "

এখনও পর্যন্ত জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 831 জন । মৃত্যু হয়েছে 43 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্য়া 564 জন । জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে এমনটাই জানানো হয়েছে ।

গত মাসে ঝাঁসি সংশোধনাগারে কোরোনায় আক্রান্ত হয়েছিল 128 জন বন্দী । অন্যদিকে , বালিয়া সংশোধনাগারে 228 জন বন্দী কোরোনায় আক্রান্ত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.