ETV Bharat / bharat

এই দিওয়ালিতে পাঁচ ধরনের অভিনব মোমবাতি দিয়ে নিজের বাড়িকে আলোকিত করে তুলুন - diwali 2020

রং আর আলোর অনবদ্য যুগলবন্দি এই উৎসব ৷

এই দিওয়ালিতে পাঁচ ধরনের অভিনব মোমবাতি দিয়ে নিজের বাড়িকে আলোকিত করে তুলুন
এই দিওয়ালিতে পাঁচ ধরনের অভিনব মোমবাতি দিয়ে নিজের বাড়িকে আলোকিত করে তুলুন
author img

By

Published : Nov 12, 2020, 8:08 PM IST

দিওয়ালির জন্য মোমবাতি নিয়ে আলোচনা করার জন্য খুব দেরি হয়ে গিয়েছে কি ? মনে হয় না ৷ কারণ আলোর উৎসবের জন্য পর্যাপ্ত মোমবাতি কখনওই কেউ জোগাড় করতে পারে বলে মনে হয় না । আর যদি আপনি দিওয়ালির আন্তরিক প্রেমিক (মানে অন্তর থেকে দিওয়ালিকে ভালবাসেন) হন, তাহলে তো নিশ্চয়ই পাঁচ দিন ধরেই দিওয়ালি উদযাপন করেন । তাই আমরা আপনার জন্য অভিনব সমস্ত মোমবাতির তালিকা তৈরি করে নিয়ে এসেছি ৷ যা স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধ মেনেও দিওয়ালির জাঁকজমক বজায় রাখে । বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায় ৷ তবে নীচের তালিকায় এমন কিছু মোমবাতির কথা বলা হল যা সহজলভ্য হলেও অন্যরকম ।

বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায়
বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায়

1. ফ্লাওয়ার ক্যানডেলস

রং আর আলোর অনবদ্য যুগলবন্দি যতটা সুন্দর হতে পারে ! বিশেষ করে যদি তার মধে্য ফুলজাতীয় কিছু থাকে । ফ্লাওয়ার ক্যানডেলস তথা ফুল মোমবাতির নানা রকম বৈচিত্র‌ আছে । হয় ফুল ছাপ দেওয়া কাচের গ্লাসে অনেক রকম রঙে সাজানো হয় অথবা ফুলের মতো আকৃতিবিশিষ্ট হয় ৷ যার রং এবং নকশা বিভিন্ন প্রকারের হয় ।

ফ্লোটিং ক্যানডেলস
ফ্লাওয়ার ক্যানডেলস

2. অ্যারোম্যাটিক ক্যানডেলস

যেসব মোমবাতি জ্বালালে সুগন্ধ বের হয় সেগুলি বরাবরই ট্রেন্ডের শীর্ষে থাকে ৷ তা দিওয়ালি হোক বা না হোক । সুগন্ধি মোমবাতিকে শান্তি, আধ্যাত্মিকতা এবং স্থিতিশীলতা ছড়ানোর উদ্দেশে্য জ্বালানো হয় । তবে দিওয়ালির আলোকসজ্জাকে অনবদ্য করতে সবসময়ই এই মোমবাতির ব্যবহার হয় । যদিও এই ধরনের মোমবাতি কেনার সময় সতর্ক থাকবেন যাতে বিশ্বস্ত কোনও দোকান থেকে কেনা হয় ৷ বা এমন কোনও দোকান থেকে কেনা হয় যারা প্রাকৃতিক তথা অরগ্যানিক পণ্য বিক্রি করে । কারণ অ্যারোম্যাটিক ক্যানডেলস তথা সুগন্ধি মোমবাতি সাধারণত রাসায়নিক দিয়ে প্যাক করা হয় আর এই ধরনের রাসায়নিক থেকে সকলের দূরে থাকা উচিত ।

অ্যারোম্যাটিক ক্যানডেলস
অ্যারোম্যাটিক ক্যানডেলস

3. জেলি ক্যানডেলস

জেলি ক্যানডেলস চোখের তৃপ্তি । স্বচ্ছ কাচের গ্লাস কন্টেনারে এগুলি আসে এবং দেখতে অনেকটা "স্কুইশি" তথা আর্দ্র ও নরম সরম প্রকৃতির হয় । এগুলি সাধারণত অনেকদিন টেকে এবং ঘর সাজানোর উপকরণ হিসাবেও এদের ব্যবহার করা যায় । এগুলো একসঙ্গে অনেকগুলো বা পৃথক পৃথকভাবে রাখতে পারেন । তবে রঙ্গোলির সঙ্গে একত্রিত করে একসঙ্গে এমন জেলি মোমবাতি অনেকগুলি রাখলে অসাধারণ দেখতে লাগে ।

জেলি ক্যানডেলস
জেলি ক্যানডেলস

4. ফ্লোটিং ক্যানডেলস

এই ধরমের মোমবাতির ধারণা আমাদের অনেকেরই আছে ৷ যার জন্য বিশেষ করে বলিউডকে ধন্যবাদ জানাতে হয় । বেশ অনেকদিন ধরেই ফ্লোটিং ক্যানডেলস বা ভাসমান মোমবাতি ট্রেন্ডে রয়েছে ৷ আর এর পিছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে । যদি আপনার বাড়িতে সুইমিং পুল থাকে, তাহলে আপনার বাড়ির দিওয়ালির অন্দরসজ্জা এই ফ্লোটিং ক্যানডেলস-এর সৌজনে্য একেবারে অন্য মাত্রায় চলে যাবে । আর তা না হলে একটি স্বচ্ছ কাচের পাত্রে জল ঢেলে, ফুল ছড়িয়ে দিন । তারপর এর উপর এই ধরনের মোমবাতি বসিয়ে দিন । তারপর এই কাচের পাত্র রঙ্গোলি দিয়ে সাজানো জায়গায় বসিয়ে দিন বা আপনার লিভিং রুমের সেন্টার টেবিলের উপরেই রেখে দিন ।

ফ্লোটিং ক্যানডেলস
ফ্লোটিং ক্যানডেলস

5. ইলেকট্রিক ক্যানডেলস

ইলেক্ট্রিক ক্যানডেলসের রক্ষণাবেক্ষণের ঝামেলা খুবই কম । এদের জন্য বিশেষ বন্দোবস্ত লাগে না ৷ কারণ এগুলি সহজেই ভঙ্গুর নয় এবং একজায়গায় রাখলে বিশৃঙ্খল দেখতেও লাগে না । তাছাড়াও এদের অনেকটাই আসল মোমবাতির মতো দেখতে । বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় যার ভিতরে বাল্ব থাকে ৷ নীচের দিকে এক জায়গায় থাকে বোতাম । সারারাত জ্বালিয়ে রাখার জন্য এগুলি একেবারে যথাযথ ।

দিওয়ালির জন্য মোমবাতি নিয়ে আলোচনা করার জন্য খুব দেরি হয়ে গিয়েছে কি ? মনে হয় না ৷ কারণ আলোর উৎসবের জন্য পর্যাপ্ত মোমবাতি কখনওই কেউ জোগাড় করতে পারে বলে মনে হয় না । আর যদি আপনি দিওয়ালির আন্তরিক প্রেমিক (মানে অন্তর থেকে দিওয়ালিকে ভালবাসেন) হন, তাহলে তো নিশ্চয়ই পাঁচ দিন ধরেই দিওয়ালি উদযাপন করেন । তাই আমরা আপনার জন্য অভিনব সমস্ত মোমবাতির তালিকা তৈরি করে নিয়ে এসেছি ৷ যা স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধ মেনেও দিওয়ালির জাঁকজমক বজায় রাখে । বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায় ৷ তবে নীচের তালিকায় এমন কিছু মোমবাতির কথা বলা হল যা সহজলভ্য হলেও অন্যরকম ।

বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায়
বাজারে এখন অনেক ধরনেরই মোমবাতি পাওয়া যায়

1. ফ্লাওয়ার ক্যানডেলস

রং আর আলোর অনবদ্য যুগলবন্দি যতটা সুন্দর হতে পারে ! বিশেষ করে যদি তার মধে্য ফুলজাতীয় কিছু থাকে । ফ্লাওয়ার ক্যানডেলস তথা ফুল মোমবাতির নানা রকম বৈচিত্র‌ আছে । হয় ফুল ছাপ দেওয়া কাচের গ্লাসে অনেক রকম রঙে সাজানো হয় অথবা ফুলের মতো আকৃতিবিশিষ্ট হয় ৷ যার রং এবং নকশা বিভিন্ন প্রকারের হয় ।

ফ্লোটিং ক্যানডেলস
ফ্লাওয়ার ক্যানডেলস

2. অ্যারোম্যাটিক ক্যানডেলস

যেসব মোমবাতি জ্বালালে সুগন্ধ বের হয় সেগুলি বরাবরই ট্রেন্ডের শীর্ষে থাকে ৷ তা দিওয়ালি হোক বা না হোক । সুগন্ধি মোমবাতিকে শান্তি, আধ্যাত্মিকতা এবং স্থিতিশীলতা ছড়ানোর উদ্দেশে্য জ্বালানো হয় । তবে দিওয়ালির আলোকসজ্জাকে অনবদ্য করতে সবসময়ই এই মোমবাতির ব্যবহার হয় । যদিও এই ধরনের মোমবাতি কেনার সময় সতর্ক থাকবেন যাতে বিশ্বস্ত কোনও দোকান থেকে কেনা হয় ৷ বা এমন কোনও দোকান থেকে কেনা হয় যারা প্রাকৃতিক তথা অরগ্যানিক পণ্য বিক্রি করে । কারণ অ্যারোম্যাটিক ক্যানডেলস তথা সুগন্ধি মোমবাতি সাধারণত রাসায়নিক দিয়ে প্যাক করা হয় আর এই ধরনের রাসায়নিক থেকে সকলের দূরে থাকা উচিত ।

অ্যারোম্যাটিক ক্যানডেলস
অ্যারোম্যাটিক ক্যানডেলস

3. জেলি ক্যানডেলস

জেলি ক্যানডেলস চোখের তৃপ্তি । স্বচ্ছ কাচের গ্লাস কন্টেনারে এগুলি আসে এবং দেখতে অনেকটা "স্কুইশি" তথা আর্দ্র ও নরম সরম প্রকৃতির হয় । এগুলি সাধারণত অনেকদিন টেকে এবং ঘর সাজানোর উপকরণ হিসাবেও এদের ব্যবহার করা যায় । এগুলো একসঙ্গে অনেকগুলো বা পৃথক পৃথকভাবে রাখতে পারেন । তবে রঙ্গোলির সঙ্গে একত্রিত করে একসঙ্গে এমন জেলি মোমবাতি অনেকগুলি রাখলে অসাধারণ দেখতে লাগে ।

জেলি ক্যানডেলস
জেলি ক্যানডেলস

4. ফ্লোটিং ক্যানডেলস

এই ধরমের মোমবাতির ধারণা আমাদের অনেকেরই আছে ৷ যার জন্য বিশেষ করে বলিউডকে ধন্যবাদ জানাতে হয় । বেশ অনেকদিন ধরেই ফ্লোটিং ক্যানডেলস বা ভাসমান মোমবাতি ট্রেন্ডে রয়েছে ৷ আর এর পিছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে । যদি আপনার বাড়িতে সুইমিং পুল থাকে, তাহলে আপনার বাড়ির দিওয়ালির অন্দরসজ্জা এই ফ্লোটিং ক্যানডেলস-এর সৌজনে্য একেবারে অন্য মাত্রায় চলে যাবে । আর তা না হলে একটি স্বচ্ছ কাচের পাত্রে জল ঢেলে, ফুল ছড়িয়ে দিন । তারপর এর উপর এই ধরনের মোমবাতি বসিয়ে দিন । তারপর এই কাচের পাত্র রঙ্গোলি দিয়ে সাজানো জায়গায় বসিয়ে দিন বা আপনার লিভিং রুমের সেন্টার টেবিলের উপরেই রেখে দিন ।

ফ্লোটিং ক্যানডেলস
ফ্লোটিং ক্যানডেলস

5. ইলেকট্রিক ক্যানডেলস

ইলেক্ট্রিক ক্যানডেলসের রক্ষণাবেক্ষণের ঝামেলা খুবই কম । এদের জন্য বিশেষ বন্দোবস্ত লাগে না ৷ কারণ এগুলি সহজেই ভঙ্গুর নয় এবং একজায়গায় রাখলে বিশৃঙ্খল দেখতেও লাগে না । তাছাড়াও এদের অনেকটাই আসল মোমবাতির মতো দেখতে । বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় যার ভিতরে বাল্ব থাকে ৷ নীচের দিকে এক জায়গায় থাকে বোতাম । সারারাত জ্বালিয়ে রাখার জন্য এগুলি একেবারে যথাযথ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.