চাম্বা, 10 মার্চ : হিমাচল প্রদেশের চাম্বায় পথদুর্ঘটনা ৷ আজ সকালে প্রায় 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত্যু হয় পাঁচ জনের ৷ আহত হয়েছে আরও অনেকে ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
দেরাদুন থেকে চাম্বাগামী HRTC-র একটি সরকারি বাস কান্দুর কাছে রাস্তার ধারে খাদে পড়ে যায় ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায় ৷ দুর্ঘটনাস্থানে আসে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ৷
বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ ৷