কটক, 4 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওড়িশার কটকের একাধিক হাসপাতালে আটজনকে ভরতি করা হয়েছে ৷ তাদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এদের মধ্যে পাঁচজনের শরীরে কোরোনার কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ জানাল, ওড়িশার স্বাস্থ্য দপ্তর ৷
ওড়িশার স্বাস্থ্য ও প্রযুক্তির ডিরেক্টর সি বি কে মোহান্তি জানিয়েছেন, "কোরোনায় আক্রান্ত সন্দেহে আটজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে পাঁচজনের নমুনার রিপোর্টে কোরোনার কোনও সংক্রমণের কথা বলা নেই ৷ কান্দামালের এক মেডিকেলের পড়ুয়াকে কোরোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর শরীরেও ভাইরাসের কোনও সংক্রমণ ধরা পড়েনি ৷"
আরও পড়ুন : নৈহাটিতে কোরোনা সংক্রমণের সন্দেহ, আতঙ্ক বনগাঁ সীমান্তেও
আরও পড়ুন : কোরোনা ভাইরাসকে রাজ্য বিপর্যয় ঘোষণা কেরালা সরকারের
তিনি আরও জানান, "এক মহিলা ও চিনের এক মেডিকেল পড়ুয়াকে এস সি বি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ ওই মহিলার স্বামীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷" সম্প্রতি কোরোনা প্রকোপিত দেশগুলি থেকে আসা 8878 জনকে মুম্বই বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে ৷ সেই তালিকায় 104 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে 21 জনের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা গেছে যা অনেকটাই কোরোনো ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় ৷ ওই 21 জনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাদের মধ্যে 18 জনের নমুনায় ভাইরাসের কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ 15 জনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷ তিনজনের নমুনার রিপোর্ট আসা এখনও বাকি ৷আরও পড়ুন :
সন্দেহে পর্যবেক্ষণে আজমেরের দম্পতি
কর্নাটকেও কোরোনা অধ্যুষিত দেশগুলি থেকে আসা 51 জনের মধ্যে 46 জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ চারজন দেশ ছেড়ে চলে গেছে ৷ একজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে এখনও পর্যন্ত মোট 44টি নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে 29 টি নমুনায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি৷