ETV Bharat / bharat

8 কোরোনা আতঙ্কিতের মধ্যে 5 জনের স্বস্তি ওড়িশায় - কটকে 5 জন সংক্রমণহীন

স্বস্তির নিশ্বাস ওড়িশার পাঁচ বাসিন্দার ৷ ওড়িশার স্বাস্থ্য ও প্রযুক্তির ডিরেক্টর সি বি কে মোহান্তি জানিয়েছেন, "কোরোনায় আক্রান্ত সন্দেহে আটজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে পাঁচজনের নমুনার রিপোর্টে কোরোনার কোনও সংক্রমণের কথা বলা নেই ৷"

coronavirus
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2020, 7:05 AM IST

Updated : Feb 4, 2020, 10:25 AM IST

কটক, 4 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওড়িশার কটকের একাধিক হাসপাতালে আটজনকে ভরতি করা হয়েছে ৷ তাদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এদের মধ্যে পাঁচজনের শরীরে কোরোনার কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ জানাল, ওড়িশার স্বাস্থ্য দপ্তর ৷

ওড়িশার স্বাস্থ্য ও প্রযুক্তির ডিরেক্টর সি বি কে মোহান্তি জানিয়েছেন, "কোরোনায় আক্রান্ত সন্দেহে আটজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে পাঁচজনের নমুনার রিপোর্টে কোরোনার কোনও সংক্রমণের কথা বলা নেই ৷ কান্দামালের এক মেডিকেলের পড়ুয়াকে কোরোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর শরীরেও ভাইরাসের কোনও সংক্রমণ ধরা পড়েনি ৷"

আরও পড়ুন : নৈহাটিতে কোরোনা সংক্রমণের সন্দেহ, আতঙ্ক বনগাঁ সীমান্তেও

আরও পড়ুন : কোরোনা ভাইরাসকে রাজ্য বিপর্যয় ঘোষণা কেরালা সরকারের

তিনি আরও জানান, "এক মহিলা ও চিনের এক মেডিকেল পড়ুয়াকে এস সি বি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ ওই মহিলার স্বামীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷" সম্প্রতি কোরোনা প্রকোপিত দেশগুলি থেকে আসা 8878 জনকে মুম্বই বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে ৷ সেই তালিকায় 104 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে 21 জনের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা গেছে যা অনেকটাই কোরোনো ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় ৷ ওই 21 জনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাদের মধ্যে 18 জনের নমুনায় ভাইরাসের কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ 15 জনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷ তিনজনের নমুনার রিপোর্ট আসা এখনও বাকি ৷আরও পড়ুন :

কোরোনায় আক্রান্ত

সন্দেহে পর্যবেক্ষণে আজমেরের দম্পতি

কর্নাটকেও কোরোনা অধ্যুষিত দেশগুলি থেকে আসা 51 জনের মধ্যে 46 জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ চারজন দেশ ছেড়ে চলে গেছে ৷ একজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে এখনও পর্যন্ত মোট 44টি নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে 29 টি নমুনায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি৷

কটক, 4 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওড়িশার কটকের একাধিক হাসপাতালে আটজনকে ভরতি করা হয়েছে ৷ তাদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এদের মধ্যে পাঁচজনের শরীরে কোরোনার কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ জানাল, ওড়িশার স্বাস্থ্য দপ্তর ৷

ওড়িশার স্বাস্থ্য ও প্রযুক্তির ডিরেক্টর সি বি কে মোহান্তি জানিয়েছেন, "কোরোনায় আক্রান্ত সন্দেহে আটজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে পাঁচজনের নমুনার রিপোর্টে কোরোনার কোনও সংক্রমণের কথা বলা নেই ৷ কান্দামালের এক মেডিকেলের পড়ুয়াকে কোরোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর শরীরেও ভাইরাসের কোনও সংক্রমণ ধরা পড়েনি ৷"

আরও পড়ুন : নৈহাটিতে কোরোনা সংক্রমণের সন্দেহ, আতঙ্ক বনগাঁ সীমান্তেও

আরও পড়ুন : কোরোনা ভাইরাসকে রাজ্য বিপর্যয় ঘোষণা কেরালা সরকারের

তিনি আরও জানান, "এক মহিলা ও চিনের এক মেডিকেল পড়ুয়াকে এস সি বি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ ওই মহিলার স্বামীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷" সম্প্রতি কোরোনা প্রকোপিত দেশগুলি থেকে আসা 8878 জনকে মুম্বই বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে ৷ সেই তালিকায় 104 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে 21 জনের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা গেছে যা অনেকটাই কোরোনো ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় ৷ ওই 21 জনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ তাদের মধ্যে 18 জনের নমুনায় ভাইরাসের কোনও সংক্রমণ পাওয়া যায়নি ৷ 15 জনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷ তিনজনের নমুনার রিপোর্ট আসা এখনও বাকি ৷আরও পড়ুন :

কোরোনায় আক্রান্ত

সন্দেহে পর্যবেক্ষণে আজমেরের দম্পতি

কর্নাটকেও কোরোনা অধ্যুষিত দেশগুলি থেকে আসা 51 জনের মধ্যে 46 জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ চারজন দেশ ছেড়ে চলে গেছে ৷ একজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে এখনও পর্যন্ত মোট 44টি নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে 29 টি নমুনায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি৷

Jalgaon (Maharashtra), Feb 03 (ANI): At least 10 people died in an accident after two vehicles collided with each other in Maharashtra's Jalgaon. Seven people are injured in the accident. Injured are admitted to the hospital. Further details are awaited.
Last Updated : Feb 4, 2020, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.