ETV Bharat / bharat

শাহজাহানপুরে পথ দুর্ঘটনায় মৃত 5 - 5 killed in road mishap in Shahjahanpur

বরযাত্রী নিয়ে বিলাসপুর যাচ্ছিল গাড়ি । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কাছে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয়েছে।

ছবি
ছবি
author img

By

Published : Jan 21, 2020, 10:52 AM IST

লখনউ, 21 জানুয়ারি : গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা । পরে পাশের খাদে গিয়ে পড়ে গাড়িটি । ঘটনাস্থানেই 5 জনের মৃ্ত্যু হয়েছে । মৃতদের নাম জা়কির, আশফাক, গৌরব, ইয়ামিন ও লালা । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুর্ঘটনা ।

গতরাতে শাহজাহানপুরে নিগোনি থানার সাদা গ্রাম সংলগ্ন রাজ্য সড়ক দিয়ে বিলাসপুর যাচ্ছিল একটি বরযাত্রীর গাড়ি । বিলাসপুর রাজ্য সড়কে পিপরিয়া উদয়ভানপুরের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক । সোজা গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে । খাদে গড়িয়ে পড়ে যায় । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । কিন্তু গাড়িটি এমনভাবে ফেঁসেছিল যে, গাড়ির মধ্যে থাকা যাত্রীদের টেনে বের করা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে গ্যাস কাটার দিয়ে গাড়িটির অংশবিশেষ কেটে যাত্রীদের উদ্ধার করা হয় । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ।

মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

লখনউ, 21 জানুয়ারি : গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা । পরে পাশের খাদে গিয়ে পড়ে গাড়িটি । ঘটনাস্থানেই 5 জনের মৃ্ত্যু হয়েছে । মৃতদের নাম জা়কির, আশফাক, গৌরব, ইয়ামিন ও লালা । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুর্ঘটনা ।

গতরাতে শাহজাহানপুরে নিগোনি থানার সাদা গ্রাম সংলগ্ন রাজ্য সড়ক দিয়ে বিলাসপুর যাচ্ছিল একটি বরযাত্রীর গাড়ি । বিলাসপুর রাজ্য সড়কে পিপরিয়া উদয়ভানপুরের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক । সোজা গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে । খাদে গড়িয়ে পড়ে যায় । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । কিন্তু গাড়িটি এমনভাবে ফেঁসেছিল যে, গাড়ির মধ্যে থাকা যাত্রীদের টেনে বের করা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে গ্যাস কাটার দিয়ে গাড়িটির অংশবিশেষ কেটে যাত্রীদের উদ্ধার করা হয় । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ।

মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Surat (Gujarat), Jan 21 (ANI): A fire broke out at the Raghuveer Market in Surat on Jan 21. At least 40 fire tenders have reached the spot to douse the flames. No loss of lives or injuries has been reported so far. The cause of the fire is yet to be ascertained. Further details awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.