লখনউ, 21 জানুয়ারি : গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা । পরে পাশের খাদে গিয়ে পড়ে গাড়িটি । ঘটনাস্থানেই 5 জনের মৃ্ত্যু হয়েছে । মৃতদের নাম জা়কির, আশফাক, গৌরব, ইয়ামিন ও লালা । উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুর্ঘটনা ।
গতরাতে শাহজাহানপুরে নিগোনি থানার সাদা গ্রাম সংলগ্ন রাজ্য সড়ক দিয়ে বিলাসপুর যাচ্ছিল একটি বরযাত্রীর গাড়ি । বিলাসপুর রাজ্য সড়কে পিপরিয়া উদয়ভানপুরের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক । সোজা গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে । খাদে গড়িয়ে পড়ে যায় । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । কিন্তু গাড়িটি এমনভাবে ফেঁসেছিল যে, গাড়ির মধ্যে থাকা যাত্রীদের টেনে বের করা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে গ্যাস কাটার দিয়ে গাড়িটির অংশবিশেষ কেটে যাত্রীদের উদ্ধার করা হয় । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ।
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।