ETV Bharat / bharat

মলদ্বারে করে সোনা পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার মহিলা - ভুবনেশ্বর

মলদ্বারে করে সোনা পাচারের সময় বিমানবন্দরে গ্রেপ্তার মহিলা।

উদ্ধার হওয়া সোনার বার
author img

By

Published : Mar 4, 2019, 11:37 AM IST

ভুবনেশ্বর (ওড়িশা): বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি সোনার বার বাজেয়াপ্ত করল শুল্ক দপ্তর। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ। ওজন প্রায় ৭০৮ গ্রাম। এক মহিলা বিমানযাত্রী মলদ্বারে ওই সোনার বারগুলি নিয়ে আসে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে আগাম খবর ছিল, মহারাষ্ট্রের ওই মহিলা দুবাই থেকে দিল্লি হয়ে ভুবনেশ্বরে আসছে। যার কাছে সোনার বার আছে। সেইমতো বিমানবন্দরে ওই মহিলাকে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে ওই মহিলার মলদ্বারে রয়েছে সোনার বার।

ওই মহিলাকে তল্লাশি চালানোর পর মলদ্বার থেকে কালো টেপে মোড়া তিনটি ক্যাপসুল উদ্ধার করে পুলিশ। ওই ক্যাপসুলগুলির মধ্যে থেকেই উদ্ধার হয় পাঁচটি সোনার বার।

ভুবনেশ্বর (ওড়িশা): বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি সোনার বার বাজেয়াপ্ত করল শুল্ক দপ্তর। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ। ওজন প্রায় ৭০৮ গ্রাম। এক মহিলা বিমানযাত্রী মলদ্বারে ওই সোনার বারগুলি নিয়ে আসে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুল্ক দপ্তরের আধিকারিকদের কাছে আগাম খবর ছিল, মহারাষ্ট্রের ওই মহিলা দুবাই থেকে দিল্লি হয়ে ভুবনেশ্বরে আসছে। যার কাছে সোনার বার আছে। সেইমতো বিমানবন্দরে ওই মহিলাকে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে ওই মহিলার মলদ্বারে রয়েছে সোনার বার।

ওই মহিলাকে তল্লাশি চালানোর পর মলদ্বার থেকে কালো টেপে মোড়া তিনটি ক্যাপসুল উদ্ধার করে পুলিশ। ওই ক্যাপসুলগুলির মধ্যে থেকেই উদ্ধার হয় পাঁচটি সোনার বার।


New York (USA), Mar 04 (ANI): Hundreds of people from different nationalities staged a protest against Pakistan and terrorism outside the United Nations in New York. The protest was held by the Indian American community against Pakistan's cross border terrorism in India and Afghanistan and sponsorship of global terrorism. The protesters also condemned the dastardly Pulwama attack that killed 40 Central Reserve Police Force (CRPF) personnel on Feb 14. People from different nationalities including India, Caribbean countries, Bangladesh, Sri Lanka, Israel, Balochistan expressed their solidarity to the protest. The protesters were seen holding placards with slogans like 'Pakistan stop making suicide bombers', 'Pakistan stop terrorism'.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.