ETV Bharat / bharat

জলের তোড়ে ভেসে মৃত 4 শিশু - flooded agricultural field

মধ্যপ্রদেশের মাণ্ডলায় একটি খেতে 5টি শিশু তলিয়ে যায় । এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । এক জন হাসপাতালে চিকিৎসাধীন ।

মধ্যপ্রদেশ
author img

By

Published : Jul 14, 2019, 10:59 PM IST

মধ্যপ্রদেশ, 14 জুলাই : আল ভেঙে জল ছড়িয়ে পড়েছিল আচমকাই । সেই জলের তোড়ে ভেসে মৃত্যু হল 4 শিশুর । মধ্যপ্রদেশের মাণ্ডলায় একটি খেতে 5টি শিশু তলিয়ে যায় । এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । এক জন হাসপাতালে চিকিৎসাধীন । মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মাণ্ডলার বিছিয়া গ্রামে। আজ সকালে খেতের পাশে পাঁচ শিশু খেলা করছিল । খেতের আল ভেঙে জল ছড়িয়ে পড়তেই জলের তোড়ে পাশের জলাশয়ে ভেসে যায় পাঁচ জনই ।

পরিবারের লোকজন ঘটনাস্থানে ছুটে আসে । উদ্ধার করা হয় পাঁচ জনকেই । নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । সেখানে চার শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনায় শোকাহত গোটা গ্রাম। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বুঝতেই পারছেন না কেউই ।

মধ্যপ্রদেশ, 14 জুলাই : আল ভেঙে জল ছড়িয়ে পড়েছিল আচমকাই । সেই জলের তোড়ে ভেসে মৃত্যু হল 4 শিশুর । মধ্যপ্রদেশের মাণ্ডলায় একটি খেতে 5টি শিশু তলিয়ে যায় । এদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । এক জন হাসপাতালে চিকিৎসাধীন । মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মাণ্ডলার বিছিয়া গ্রামে। আজ সকালে খেতের পাশে পাঁচ শিশু খেলা করছিল । খেতের আল ভেঙে জল ছড়িয়ে পড়তেই জলের তোড়ে পাশের জলাশয়ে ভেসে যায় পাঁচ জনই ।

পরিবারের লোকজন ঘটনাস্থানে ছুটে আসে । উদ্ধার করা হয় পাঁচ জনকেই । নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । সেখানে চার শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনায় শোকাহত গোটা গ্রাম। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বুঝতেই পারছেন না কেউই ।

Mumbai, July 14 (ANI): 'Gangs of Wasseypur' actor Nawazuddin Siddiqui has donned the rapper's hat for his upcoming movie 'Bole Chudiyan'. Nawaz will be heard humming 'Swaggy Chudiyan' in the film. The song suited his voice and has a raw element. The story is a love story, which revolves around in the city Muzaffarnagar. Tamannaah Bhatia is also in the movie. Nawaz's brother Shamas Nawab Siddiqui has helmed the movie.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.