ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 লাখ ছুঁইছুঁই - new corona cases in india

তামিলনাড়ুতে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 2 লাখ । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 6 হাজার 988 জন ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Jul 26, 2020, 10:37 AM IST

দিল্লি, 26 জুলাই : গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হল 48 হাজার 661 জন । যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 13 লাখ 85 হাজার 522 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 705 জনের । এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 32 হাজার 63 ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । শুধু এরাজ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ । গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে 9 হাজার 251 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে 2 লাখের গণ্ডি পেরিয়েছে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 6 হাজার 988 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 2 লাখ 6 হাজার 737 ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দিল্লি ও কর্নাটকেও । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 1 হাজার 142 জন । এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 লাখ 29 হাজার 531 । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানাতেও ।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 32 হাজার । প্রতিদিনই 500-র বেশি মানুষের মৃত্যু হচ্ছে ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 62 লাখ 91 হাজার 331 জনের নমুনা পরীক্ষা হয়েছে । শুধু গতকালই 4 লাখ 42 হাজার 263 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 26 জুলাই : গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হল 48 হাজার 661 জন । যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 13 লাখ 85 হাজার 522 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 705 জনের । এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 32 হাজার 63 ।

আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । শুধু এরাজ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ । গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে 9 হাজার 251 জন । তারপরই রয়েছে তামিলনাড়ু । এখানে 2 লাখের গণ্ডি পেরিয়েছে আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 6 হাজার 988 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 2 লাখ 6 হাজার 737 ।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দিল্লি ও কর্নাটকেও । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 1 হাজার 142 জন । এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 লাখ 29 হাজার 531 । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানাতেও ।

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 32 হাজার । প্রতিদিনই 500-র বেশি মানুষের মৃত্যু হচ্ছে ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 62 লাখ 91 হাজার 331 জনের নমুনা পরীক্ষা হয়েছে । শুধু গতকালই 4 লাখ 42 হাজার 263 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.