ETV Bharat / bharat

ভারতে 60 জঙ্গি ঢোকার আশঙ্কা, সীমান্তের ওপারে অপেক্ষায় আরও 500

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 4 থেকে 5টি লঞ্চপ্যাডে এই জঙ্গিরা রয়েছে বলে খবর । সেনা গোয়েন্দাদের আশঙ্কা লঞ্চপ্যাডগুলিতে থাকা জঙ্গিরা যে কোনও সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে ।

ভারতে 60 জন জঙ্গি ঢোকার আশঙ্কা, সীমান্তের ওপারে অপেক্ষায় আরও 500
author img

By

Published : Sep 23, 2019, 6:00 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : ভারতে অনুপ্রবেশের জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় 500 জঙ্গি অপেক্ষায় রয়েছে । আজ সেনা সূত্রে এমন তথ্য জানানো হল । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 4 থেকে 5টি লঞ্চপ্যাডে এই জঙ্গিরা রয়েছে বলে খবর । সেনা গোয়েন্দাদের আশঙ্কা লঞ্চপ্যাডগুলিতে থাকা জঙ্গিরা যে কোনও সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে । পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে ভারতে বিভিন্ন জায়গার উপর জঙ্গিদের নজর রয়েছে বলেও জানা গেছে ।

আজ সকালে সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত জানান, মার্চে ধ্বংস হওয়া বালাকোটের জঙ্গি লঞ্চপ্যাড আবার সক্রিয় হয়ে উঠেছে । তিনি বলেন, "পাকিস্তান ফের বালাকোটকে সক্রিয় করে তুলেছে । এই ঘটনাই প্রমাণ করে যে, ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাকোট । কিন্তু এখন সেখানে জঙ্গিরা আবার ফিরে এসেছে ।"

কাশ্মীর ইশু নিয়ে কূটনৈতিকস্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান । তাই ফের সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে সমস্যায় ফেলতে সক্রিয় হয়ে উঠেছে ISI । প্রায় 60 জন জঙ্গি গত দু'মাসে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা পার করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দারা । চলতি মাসেই দেশের একাধিক স্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি দিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ । রোহতকের স্টেশন মাস্টারকে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছিল । সেখানে লেখা ছিল, 8 অক্টোবর দশেরার দিন একাধিক রেলস্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণ ঘটানো হবে । রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইটারসি স্টেশনের নামও ৷ জঙ্গি অনুপ্রবেশ ছাড়াও নিয়ন্ত্রণরেখা বরাবর রয়েছে পাকিস্তানের সেনার উপস্থিতি । চলতি মাসের প্রথম দিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাঘ ও কোটলি সেক্টরে প্রায় 2000 সেনা মোতায়েন করে পাকিস্তান । নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থান করছে ওই সেনারা ।

এই বিষয়ে সেনার প্রতিক্রিয়া, "আমাদের প্রত্যুত্তর হবে, যে কোনও স্তরে, যে কোনও দূরত্বে, যে কোনও জায়গায় । উপযুক্ত পরিকল্পনা প্রস্তুত রয়েছে । সূত্রের খবর, শ্রীনগরের 15 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে সরব হয়েছে পাকিস্তান । তবে চিন ছাড়া কোনও দেশকেই পাশে পায়নি পাকিস্তান । একটা সময় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিলেও পরবর্তীতে ভারতের সুরে সুর মেলান তিনিও । ফ্রান্সে অনুষ্ঠিত G-৭ বৈঠকে এই মর্মে বৈঠকও করেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প । সেই বৈঠকের পরেই ইমরান খান বলেন, "তাঁরা (আন্তর্জাতিক মহল) সমর্থন করুক বা না করুক, পাকিস্তান (কাশ্মীর প্রসঙ্গে) যে কোনও পর্যায়ে যেতে পারে ৷" হোয়াইট হাউজ়ের সমর্থন ছাড়াই পাকিস্তান যে কোনও পদক্ষেপ নিতে পারে বলে হাবেভাবে বুঝিয়েও দেন তিনি ৷

শুধু ইমরান নয়, তাঁর মন্ত্রিসভার সদস্যরাও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারতকে । পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করেন, অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ।

দিল্লি, 23 সেপ্টেম্বর : ভারতে অনুপ্রবেশের জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় 500 জঙ্গি অপেক্ষায় রয়েছে । আজ সেনা সূত্রে এমন তথ্য জানানো হল । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 4 থেকে 5টি লঞ্চপ্যাডে এই জঙ্গিরা রয়েছে বলে খবর । সেনা গোয়েন্দাদের আশঙ্কা লঞ্চপ্যাডগুলিতে থাকা জঙ্গিরা যে কোনও সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে । পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে ভারতে বিভিন্ন জায়গার উপর জঙ্গিদের নজর রয়েছে বলেও জানা গেছে ।

আজ সকালে সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত জানান, মার্চে ধ্বংস হওয়া বালাকোটের জঙ্গি লঞ্চপ্যাড আবার সক্রিয় হয়ে উঠেছে । তিনি বলেন, "পাকিস্তান ফের বালাকোটকে সক্রিয় করে তুলেছে । এই ঘটনাই প্রমাণ করে যে, ভারতীয় বায়ুসেনার অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাকোট । কিন্তু এখন সেখানে জঙ্গিরা আবার ফিরে এসেছে ।"

কাশ্মীর ইশু নিয়ে কূটনৈতিকস্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান । তাই ফের সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে সমস্যায় ফেলতে সক্রিয় হয়ে উঠেছে ISI । প্রায় 60 জন জঙ্গি গত দু'মাসে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা পার করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দারা । চলতি মাসেই দেশের একাধিক স্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি দিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ । রোহতকের স্টেশন মাস্টারকে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছিল । সেখানে লেখা ছিল, 8 অক্টোবর দশেরার দিন একাধিক রেলস্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণ ঘটানো হবে । রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইটারসি স্টেশনের নামও ৷ জঙ্গি অনুপ্রবেশ ছাড়াও নিয়ন্ত্রণরেখা বরাবর রয়েছে পাকিস্তানের সেনার উপস্থিতি । চলতি মাসের প্রথম দিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাঘ ও কোটলি সেক্টরে প্রায় 2000 সেনা মোতায়েন করে পাকিস্তান । নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থান করছে ওই সেনারা ।

এই বিষয়ে সেনার প্রতিক্রিয়া, "আমাদের প্রত্যুত্তর হবে, যে কোনও স্তরে, যে কোনও দূরত্বে, যে কোনও জায়গায় । উপযুক্ত পরিকল্পনা প্রস্তুত রয়েছে । সূত্রের খবর, শ্রীনগরের 15 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে সরব হয়েছে পাকিস্তান । তবে চিন ছাড়া কোনও দেশকেই পাশে পায়নি পাকিস্তান । একটা সময় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিলেও পরবর্তীতে ভারতের সুরে সুর মেলান তিনিও । ফ্রান্সে অনুষ্ঠিত G-৭ বৈঠকে এই মর্মে বৈঠকও করেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প । সেই বৈঠকের পরেই ইমরান খান বলেন, "তাঁরা (আন্তর্জাতিক মহল) সমর্থন করুক বা না করুক, পাকিস্তান (কাশ্মীর প্রসঙ্গে) যে কোনও পর্যায়ে যেতে পারে ৷" হোয়াইট হাউজ়ের সমর্থন ছাড়াই পাকিস্তান যে কোনও পদক্ষেপ নিতে পারে বলে হাবেভাবে বুঝিয়েও দেন তিনি ৷

শুধু ইমরান নয়, তাঁর মন্ত্রিসভার সদস্যরাও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারতকে । পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করেন, অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ।

Lucknow (UP), Sep 23 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on September 23 said that from 1947 to 2016, there were 12 government medical colleges in the state. "Our government has taken up construction of 15 new medical colleges and 2 AIIMS between 2016-19," he said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.