ETV Bharat / bharat

পুলওয়ামায় নিকেশ 4 লস্কর জঙ্গি, জখম 2 জওয়ান - terrorist neitralised

পুলওয়ামায় নিকেশ চার জঙ্গিই লস্কর-ই-তইবা জঙ্গি। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 1, 2019, 7:52 AM IST

পুলওয়ামা, 1 এপ্রিল : পুলওয়ামায় নিকেশ চার জঙ্গি। গুলির লড়াইয়ে জখম দুই জওয়ান। ঘটনাটি পুলওয়ামার লস্যিপোরা জেলার। ওই চার জঙ্গিই লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।

আজ সকালে ওই চার জঙ্গি নিকেশের খবর পাওয়া যায়। তাদের কাছ থেকে দু'টো AK রাইফেল, একটা SLR ও একটা পিস্তল পাওয়া গেছে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

পুলওয়ামা, 1 এপ্রিল : পুলওয়ামায় নিকেশ চার জঙ্গি। গুলির লড়াইয়ে জখম দুই জওয়ান। ঘটনাটি পুলওয়ামার লস্যিপোরা জেলার। ওই চার জঙ্গিই লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।

আজ সকালে ওই চার জঙ্গি নিকেশের খবর পাওয়া যায়। তাদের কাছ থেকে দু'টো AK রাইফেল, একটা SLR ও একটা পিস্তল পাওয়া গেছে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

Ahmedabad (Gujarat), Mar 26 (ANI): An artist made several paintings based on Prime Minister Narendra Modi in Ahmedabad. He created the paintings with different messages written on it. He is inspired with PM Modi's simple lifestyle. Collection of his unique creativity showcased his attachment towards the Prime Minister.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.