পুলওয়ামা, 1 এপ্রিল : পুলওয়ামায় নিকেশ চার জঙ্গি। গুলির লড়াইয়ে জখম দুই জওয়ান। ঘটনাটি পুলওয়ামার লস্যিপোরা জেলার। ওই চার জঙ্গিই লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।
আজ সকালে ওই চার জঙ্গি নিকেশের খবর পাওয়া যায়। তাদের কাছ থেকে দু'টো AK রাইফেল, একটা SLR ও একটা পিস্তল পাওয়া গেছে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।