ETV Bharat / bharat

পশ্চিম চম্পারণে এনকাউন্টারের খতম 4 নকশাল - maoist

বিহারের পশ্চিম চম্পারণে এনকাউন্টারে খতম হল 4 নকশাল ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ৷

4 Naxals killed in encounter with security forces in Bihar's West Champaran
পশ্চিম চম্পারনে এনকাউন্টারের খতম 4 নকশাল
author img

By

Published : Jul 10, 2020, 1:58 PM IST

পশ্চিম চম্পারণ, 10 জুলাই : চার নকশালকে খতম করল নিরাপত্তারক্ষীরা ৷ পুলিশ সূত্রে খবর, বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহা এলাকায় একটি এনকাউন্টারে ওই নকশালদের খতম করে নিরাপত্তারক্ষী বাহিনী ৷ ঘটনায় আহত হয়েছেন এক সশস্ত্র সীমা বলের এক ইন্সপেক্টর ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ৷

গোপন সূত্রে খবর পেয়ে , আজ পশ্চিম চম্পারণ জেলার বাগাহা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও সশস্ত্র সীমা বলের (SSB) যৌথ উদ্যোগে অপারেশন চালানো হয় ৷ বিহারের বাগাহা এলাকার লোকারিয়া পুলিশের তরফে বলা হয়েছে, " সশস্ত্র সীমা বল ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে ওই এলাকায় অপারেশন চালানো হয় ৷ সেখানে সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় নকশালরা ৷ এরপর সুরক্ষাবাহিনীর পালটা গুলিতে মারা যায় 4 নকশাল ৷ "

SSB IG সঞ্জয় কুমার বলেন, " নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে সশস্ত্র সীমা বলের এক ইন্সপেক্টর আহত হয়েছেন ৷ ঘটনাস্থানে নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে এনকাউন্টারে মারা যায় 4 জন নকশাল ৷ ঘটনাস্থান থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ তার মধ্যে ছিল একটি AK - 56 রাইফেল ও 3 টি সেলফ লোডিং রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ "

পশ্চিম চম্পারণ, 10 জুলাই : চার নকশালকে খতম করল নিরাপত্তারক্ষীরা ৷ পুলিশ সূত্রে খবর, বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহা এলাকায় একটি এনকাউন্টারে ওই নকশালদের খতম করে নিরাপত্তারক্ষী বাহিনী ৷ ঘটনায় আহত হয়েছেন এক সশস্ত্র সীমা বলের এক ইন্সপেক্টর ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ৷

গোপন সূত্রে খবর পেয়ে , আজ পশ্চিম চম্পারণ জেলার বাগাহা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও সশস্ত্র সীমা বলের (SSB) যৌথ উদ্যোগে অপারেশন চালানো হয় ৷ বিহারের বাগাহা এলাকার লোকারিয়া পুলিশের তরফে বলা হয়েছে, " সশস্ত্র সীমা বল ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে ওই এলাকায় অপারেশন চালানো হয় ৷ সেখানে সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় নকশালরা ৷ এরপর সুরক্ষাবাহিনীর পালটা গুলিতে মারা যায় 4 নকশাল ৷ "

SSB IG সঞ্জয় কুমার বলেন, " নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে সশস্ত্র সীমা বলের এক ইন্সপেক্টর আহত হয়েছেন ৷ ঘটনাস্থানে নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে এনকাউন্টারে মারা যায় 4 জন নকশাল ৷ ঘটনাস্থান থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ তার মধ্যে ছিল একটি AK - 56 রাইফেল ও 3 টি সেলফ লোডিং রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.