ETV Bharat / bharat

কেরালাতেই মিলল তৃতীয় কোরোনা আক্রান্তের খোঁজ

কাসারগড়ের কানজানগাড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে কোরোনা আক্রান্ত ওই ব্যক্তির ৷

corona-found-in-kerala
কোরোনা
author img

By

Published : Feb 3, 2020, 1:13 PM IST

Updated : Feb 3, 2020, 2:27 PM IST

তিরুবনন্তপুরম, 3 ফেব্রুয়ারি : দেশের প্রথম ও দ্বিতীয় কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল কেরালায় ৷ এবার তৃতীয় আক্রান্তের সন্ধানও পাওয়া গেল সেখানে । আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে একথা জানান । পরে সাংবাদিক বৈঠকে একথা নিশ্চিত করেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাও ।

আজ প্রথমে এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, কেরালায় কোরোনা ভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । তাঁকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

এরপরই সাংবাদিক বৈঠক করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাসারগড়ের কানজানগাড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । কয়েকদিন আগেই চিনের ইউহান থেকে ফিরেছিলেন তিনি ।

চিনে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 350 জনের মৃত্যু হয়েছে ৷ মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের 20টিরও বেশি দেশে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে ৷

কেরালায় কোরোনায় আক্রান্ত যে তিন জনের খোঁজ পাওয়া গেছে তাঁরা রাজ্যের তিন প্রান্তের বাসিন্দা ৷ একজন উত্তর কেরালার কাসারগড়, একজন কেরালার ত্রিশুর ও আর একজন দক্ষিণ কেরালার আলাপপুঝার বাসিন্দা ৷ আজ কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ "


কেরালা সরকারের তরফে জানানো হয়েছে, বিপদ এড়াতে রাজ্যের প্রায় 2000 বাসিন্দার উপর নজর রাখা হচ্ছে ৷ আইসোলেশন বিভাগে ভরতি 70 জনকে দিনরাত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা ৷ অন্যদিকে প্রথম কোরোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে ৷

  • Kerala Health Minister KK Shailaja: The patient is under treatment at the Kanjangad District Hospital in Kasaragod. The patient's condition is stable. The patient had returned from Wuhan, China. https://t.co/6id9X57sEq

    — ANI (@ANI) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিরুবনন্তপুরম, 3 ফেব্রুয়ারি : দেশের প্রথম ও দ্বিতীয় কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল কেরালায় ৷ এবার তৃতীয় আক্রান্তের সন্ধানও পাওয়া গেল সেখানে । আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে একথা জানান । পরে সাংবাদিক বৈঠকে একথা নিশ্চিত করেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাও ।

আজ প্রথমে এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, কেরালায় কোরোনা ভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । তাঁকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

এরপরই সাংবাদিক বৈঠক করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাসারগড়ের কানজানগাড় জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির । তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । কয়েকদিন আগেই চিনের ইউহান থেকে ফিরেছিলেন তিনি ।

চিনে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 350 জনের মৃত্যু হয়েছে ৷ মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের 20টিরও বেশি দেশে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে ৷

কেরালায় কোরোনায় আক্রান্ত যে তিন জনের খোঁজ পাওয়া গেছে তাঁরা রাজ্যের তিন প্রান্তের বাসিন্দা ৷ একজন উত্তর কেরালার কাসারগড়, একজন কেরালার ত্রিশুর ও আর একজন দক্ষিণ কেরালার আলাপপুঝার বাসিন্দা ৷ আজ কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ "


কেরালা সরকারের তরফে জানানো হয়েছে, বিপদ এড়াতে রাজ্যের প্রায় 2000 বাসিন্দার উপর নজর রাখা হচ্ছে ৷ আইসোলেশন বিভাগে ভরতি 70 জনকে দিনরাত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা ৷ অন্যদিকে প্রথম কোরোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে ৷

  • Kerala Health Minister KK Shailaja: The patient is under treatment at the Kanjangad District Hospital in Kasaragod. The patient's condition is stable. The patient had returned from Wuhan, China. https://t.co/6id9X57sEq

    — ANI (@ANI) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Chennai, Feb 03 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) president MK Stalin led a silent rally on February 03. He paid floral tribute to DMK founder CN Annadurai. Today is Annadurai's 51st death anniversary. Former Tamil Nadu Chief Minister, Annadurai passed away on February 03, 1969.
Last Updated : Feb 3, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.