দিল্লি, 19 মে : শক্তি সামান্য দুর্বল হলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে আমফান । গতকাল বিকেল বা সন্ধ্যার দিকে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করবে । বর্তমানে দিঘা থেকে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিকে 620 কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান । ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আজ সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আগাম সমস্ত প্রস্তুতি নিয়েছে NDRF। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে NDRF-র মুখ্য আধিকারিক এস এন প্রধান জানিয়েছেন, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় মোট 37 টি বিপর্যয় মোকাবিলাা টিম মোতায়েন করা হয়েছে । পাশাপাশি আরও অতিরিক্ত ব্যাটেলিয়ন রাখা হচ্ছে । ইতিমধ্য়েই উপকূলের জেলাগুলি থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে ।
আজ সাংবাদিক বৈঠক করে NDRF-র মুখ্য আধিকারিক এস এন প্রধান বলেন, "এই মুহূর্তে আমরা দুটো সমস্যার সঙ্গে লড়ছি । কোরোনা আর সাইক্লোন । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে মোট 37 টি বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন করা হয়েছে । এর মধ্যে ওড়িশায় 15টি টিম রয়েছে । পশ্চিমবঙ্গে রয়েছে 19টি টিম । পাশাপাশি আরও তিনটি টিম রাখা হয়েছে । এছাড়াও ছ'টি অতিরিক্ত ব্যাটেলিয়ন রাখা হয়েছে । বারাণসীতে 11 নম্বর ব্যাটেলিয়ন রয়েছে । পটনাতে রয়েছে 9 নম্বর ব্যাটেলিয়ন । গুয়াহাটিতে 1 নম্বর, বিজয়ওয়াড়ায় 10 নম্বর, আরাকোন্নামে 4 নম্বর ও পুনেতে 5 নম্বর ব্য়াটেলিয়ন রয়েছে। প্রত্যেক ব্যাটেলিয়নে চারটি টিম রয়েছে । অর্থাৎ 24 টি টিম তৈরি রাখা হয়েছে ।"
-
15 teams are deployed in Odisha. They are carrying out awareness drives, communication drives, and evacuation. 19 teams are deployed in West Bengal, 2 in standby there. We are facing a dual challenge right now - #COVID19 and cyclone: NDRF Chief SN Pradhan #AmphanCyclone pic.twitter.com/usWqxAeghs
— ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">15 teams are deployed in Odisha. They are carrying out awareness drives, communication drives, and evacuation. 19 teams are deployed in West Bengal, 2 in standby there. We are facing a dual challenge right now - #COVID19 and cyclone: NDRF Chief SN Pradhan #AmphanCyclone pic.twitter.com/usWqxAeghs
— ANI (@ANI) May 19, 202015 teams are deployed in Odisha. They are carrying out awareness drives, communication drives, and evacuation. 19 teams are deployed in West Bengal, 2 in standby there. We are facing a dual challenge right now - #COVID19 and cyclone: NDRF Chief SN Pradhan #AmphanCyclone pic.twitter.com/usWqxAeghs
— ANI (@ANI) May 19, 2020
আমফান পরিস্থিতি নিয়ে গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পি কে সিনহা, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ও অন্য শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "বৈঠকে আমফানের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতির বিষয়গুলি পর্যালোচনা করা হয়েছে । যদি কোনও এলাকা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা দ্রুত কীভাবে খালি করা হবে সেনিয়েও যথাযথ পরিকল্পনা করা হয়েছে । আমি সকলের সুরক্ষা কামনা করি ।" বৈঠক চলাকালীন আগাম প্রস্তুতি নিয়ে নিজেদের পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানায় NDRF ।
-
Every Battalion has 4 teams, so there are 24 teams on standby: NDRF Chief SN Pradhan #AmphanCyclone https://t.co/HiaRHlxmHp
— ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Every Battalion has 4 teams, so there are 24 teams on standby: NDRF Chief SN Pradhan #AmphanCyclone https://t.co/HiaRHlxmHp
— ANI (@ANI) May 19, 2020Every Battalion has 4 teams, so there are 24 teams on standby: NDRF Chief SN Pradhan #AmphanCyclone https://t.co/HiaRHlxmHp
— ANI (@ANI) May 19, 2020
অন্যদিকে, IMD- র ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আজ থেকেই বৃষ্টি শুরু হয়েছে । ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোরে আগামীকালও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । এই পরিস্থিতিতে এই জায়গাগুলি থেকে ইতিমধ্যেই লোকজনকে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে ।
-
This is the most intense cyclone - the second super cyclone - which has been formed in Bay of Bengal after 1999. Its wind speed in the sea right now is 200-240 kmph. It is moving towards north northwestward direction: IMD chief Mrutyunjay Mohapatra #AmphanCyclone pic.twitter.com/rsEGGb8BT9
— ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is the most intense cyclone - the second super cyclone - which has been formed in Bay of Bengal after 1999. Its wind speed in the sea right now is 200-240 kmph. It is moving towards north northwestward direction: IMD chief Mrutyunjay Mohapatra #AmphanCyclone pic.twitter.com/rsEGGb8BT9
— ANI (@ANI) May 19, 2020This is the most intense cyclone - the second super cyclone - which has been formed in Bay of Bengal after 1999. Its wind speed in the sea right now is 200-240 kmph. It is moving towards north northwestward direction: IMD chief Mrutyunjay Mohapatra #AmphanCyclone pic.twitter.com/rsEGGb8BT9
— ANI (@ANI) May 19, 2020
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ও মুখ্য় সচিব এ কে ত্রিপাঠী জানিয়েছেন, যাতে কারও কোনও ক্ষতি না হয় সেই লক্ষ্য়েই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে । 12টি উপকূলবর্তী জেলার সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে । 21 মে পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎসজীবীদের । আজকের মধ্য়েই উপকূলবর্তী এলাকাগুলি খালি করার কাজ শেষ করা হবে । উপকূলের পাঁচ কিলোমিটারের মধ্য়ে যাঁরা রয়েছেন ইতিমধ্য়েই তাঁদের সরিয়ে আনা হয়েছে । ওড়িশার পঞ্চায়েত রাজ মন্ত্রী প্রতাপ জেনা জানিয়েছেন প্রায় 11-12 লাখ মানুষকে সরিয়ে আনার পরিকল্পনা রয়েছে । অন্তঃসত্ত্বা ও অসুস্থদের হাসপাতালে রাখার ব্যবস্থা করা হচ্ছে ।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামীকাল যখন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার পাশ দিয়ে আমফান এগোবে, তখন প্রতি ঘণ্টায় তার সম্ভাব্য গতিবেগ থাকবে 165-175 কিলোমিটার। সর্বোচ্চ ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 185 কিলোমিটার । উপকূলের জেলাগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে । বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় চার-পাঁচ মিটার পর্যন্ত সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে । পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে প্রায় দুই-তিন মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
-
As far as West Bengal is concerned, the districts which can be possibly affected are North & South 24 Parganas and East Midnapore districts. Kolkata, Hooghly, Howrah and West Midnapore districts will face wind speed of 110-120 kmph gusting up to 135 kmph: IMD Chief #AmphanCyclone pic.twitter.com/DAJVlHgdTZ
— ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As far as West Bengal is concerned, the districts which can be possibly affected are North & South 24 Parganas and East Midnapore districts. Kolkata, Hooghly, Howrah and West Midnapore districts will face wind speed of 110-120 kmph gusting up to 135 kmph: IMD Chief #AmphanCyclone pic.twitter.com/DAJVlHgdTZ
— ANI (@ANI) May 19, 2020As far as West Bengal is concerned, the districts which can be possibly affected are North & South 24 Parganas and East Midnapore districts. Kolkata, Hooghly, Howrah and West Midnapore districts will face wind speed of 110-120 kmph gusting up to 135 kmph: IMD Chief #AmphanCyclone pic.twitter.com/DAJVlHgdTZ
— ANI (@ANI) May 19, 2020
আমফান আয়লার থেকেও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন । তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আয়লার থেকে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে ।আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে । তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । ফেরি সার্ভিস, লঞ্চ সার্ভিস সমস্ত কিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।
পরিস্থিতির মোকাবিলায় NDRF, SDRF কর্মীরা যাবতীয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "রাজ্য়ের উপকূলবর্তী এলাকায় NDRF কর্মীরা সদা তৎপর । ক্ষতিগ্রস্থদের উদ্ধার করতে ও দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সমস্তরকম ব্য়বস্থা করা হয়েছে । আগামীকাল সারাদিন নবান্নে থেকে পুরো পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে ।"
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে 40,000 হাজার জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে ।