দিল্লি , 27 অক্টোবর : দেশে ধীরে ধীরে কমছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ চলতি সপ্তাহের শুরু থেকেই কোরোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে ৷ গত 24 ঘণ্টায় অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা । নতুন করে আক্রান্ত হয়েছে 36 হাজার 469 জন । মৃত্যু হয়েছে 488 জনের ৷ সুস্থ হয়েছে 63 হাজার 842 জন ৷ দেশে সুস্থতার হার এখন প্রায় 90 শতাংশ ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 79 লাখ 46 হাজার 429 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 19 হাজার 502 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 72 লাখ 1 হাজার 70 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷ অন্যদিকে, দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 25 হাজার 857 জন ৷ যা গতকালের তুলনায় কম । গতকাল দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 6 লাখ 53 হাজার 717 জন ৷
সংক্রমণের নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16 লাখ 48 হাজার 665 জন । মৃত্যু হয়েছে 43 হাজার 348 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 8 হাজার 924 ৷ কর্নাটকে আক্রান্তের সংখ্যা 8 লাখ 5 হাজার 947 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 606 জনের । কর্নাটকে মৃত্যু হয়েছে 10 হাজার 947 জনের । তামিলনাড়ু, উত্তরপ্রদেশে, কেরালা , দিল্লি ও পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ ।
26 অক্টোবর পর্যন্ত দেশে মোট 10 কোটি 44 লাখ 20 হাজার 894 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে গতকাল 9 লাখ 58 হাজার 116 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।