ETV Bharat / bharat

মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ, বিগত 4 মাসের মধ্য়ে সর্বনিম্ন - CORONA

শনিবারে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 36 হাজার 11 । 41 হাজার 970 জন গতকাল সুস্থ হয়ে উঠেছে ।

36011 fresh covid cases in india
36011 fresh covid cases in india
author img

By

Published : Dec 6, 2020, 1:35 PM IST

দিল্লি, 6 ডিসেম্বর : গত 24 ঘণ্টায় দেশে 36 হাজার 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 44 হাজার 222 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

শনিবার কোরোনায় মৃত্যু হয়েছে 482 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 182 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

গত 24 ঘণ্টায় 41 হাজার 970 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 792 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 3 হাজার 248 । চার মাসের মধ্যে গতকালই ছিল সর্বনিম্ন সক্রিয় আক্রান্ত ।

  • With 36,011 new #COVID19 infections, India's total cases rise to 96,44,222

    With 482 new deaths, toll mounts to 1,40,182. Total active cases at 4,03,248

    Total discharged cases at 91,00,792 with 41,970 new discharges in the last 24 hrs pic.twitter.com/imO6Ql1aHw

    — ANI (@ANI) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 47 হাজার 509 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 15 হাজার 884 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 91 হাজার 685 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 861 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 305 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 58 হাজার 115 জন ।

গতকাল 11 লাখ 1 হাজার 63 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত 14 কোটি 69 লাখ 86 হাজার 575 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 6 ডিসেম্বর : গত 24 ঘণ্টায় দেশে 36 হাজার 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 44 হাজার 222 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

শনিবার কোরোনায় মৃত্যু হয়েছে 482 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 182 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

গত 24 ঘণ্টায় 41 হাজার 970 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 792 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 3 হাজার 248 । চার মাসের মধ্যে গতকালই ছিল সর্বনিম্ন সক্রিয় আক্রান্ত ।

  • With 36,011 new #COVID19 infections, India's total cases rise to 96,44,222

    With 482 new deaths, toll mounts to 1,40,182. Total active cases at 4,03,248

    Total discharged cases at 91,00,792 with 41,970 new discharges in the last 24 hrs pic.twitter.com/imO6Ql1aHw

    — ANI (@ANI) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 47 হাজার 509 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 15 হাজার 884 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 91 হাজার 685 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 861 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 305 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 58 হাজার 115 জন ।

গতকাল 11 লাখ 1 হাজার 63 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত 14 কোটি 69 লাখ 86 হাজার 575 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.