ETV Bharat / bharat

রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত 35, মোট সংখ্যা বেড়ে 3193

35জন আক্রান্তের মধ্যে জয়পুরের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে নতুন করে 22জন আক্রান্ত হয়েছেন । পালিতে আক্রান্ত 7জন ।

Rajasthan
Rajasthan
author img

By

Published : May 6, 2020, 2:20 PM IST

জয়পুর, 6 মে : আজ রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও 35 জন । রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফে তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3,193 ।

35 জন আক্রান্তের মধ্যে জয়পুরের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন । পালিতে আক্রান্ত 7 জন। দুনগরপুরে এবং আজ়মেরে 2 জন করে এবং আলওয়ার ও চিত্তরগড়ে 1 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ একজনের মৃত্যু হয়েছে ।

রাজস্থানে এখন মৃতের সংখ্যা বেড়ে 90 । 3497 জনের নমুনা সংগ্রহ করে তা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই মুহূর্তে রাজস্থানে সক্রিয় কোরোনা আক্রান্ত রয়েছেন 1,567 । 1,536 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে মোট 1,131 জনকে ছুটি দেওয়া হয়েছে ।

জয়পুর, 6 মে : আজ রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও 35 জন । রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফে তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3,193 ।

35 জন আক্রান্তের মধ্যে জয়পুরের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন । পালিতে আক্রান্ত 7 জন। দুনগরপুরে এবং আজ়মেরে 2 জন করে এবং আলওয়ার ও চিত্তরগড়ে 1 জন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ একজনের মৃত্যু হয়েছে ।

রাজস্থানে এখন মৃতের সংখ্যা বেড়ে 90 । 3497 জনের নমুনা সংগ্রহ করে তা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এই মুহূর্তে রাজস্থানে সক্রিয় কোরোনা আক্রান্ত রয়েছেন 1,567 । 1,536 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে মোট 1,131 জনকে ছুটি দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.