ETV Bharat / bharat

9 কোটি টাকা মূল্যের 31টি বিটকয়েন সহ বেঙ্গালুরুতে ধৃত আন্তর্জাতিক হ্যাকার - আন্তর্জাতিক হ্যাকার

এই হ্যাকিংয়ের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে খবর৷ তারা মূলত তথ্য চুরির উদ্দেশ্যে সাইটগুলি হ্যাক করত৷ পাশাপাশি বিটকয়েন বা অন্যান্য অনলাইন কারেন্সি চুরি করতেও এই হ্যাকিং চালাত বলে অভিযোগ৷ সেই কারণেই তাঁদের নজর সবচেয়ে বেশি ছিল গেমিং ওয়েবসাইটগুলির উপর৷

31 bitcoin worth Rs 9 crore seized from international hacker in Bangalore
9 কোটি টাকা মূল্যের 31টি বিটকয়েন সহ বেঙ্গালুরুতে ধৃত আন্তর্জাতিক হ্যাকার
author img

By

Published : Jan 15, 2021, 5:33 PM IST

বেঙ্গালুরু, 15 জানুয়ারি : আন্তর্জাতিক পর্যায়ের এক হ্যাকারকে গ্রেপ্তার করা হল বেঙ্গালুরুতে৷ তার বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ রয়েছে৷ এর মধ্যে একটি চিনের তৈরি অনলাইন গেমের সাইটও রয়েছে৷ ধৃতের নাম শ্রী কৃষ্ণ৷ সে বেঙ্গালুরুর জয়নগর এলাকার বাসিন্দা৷ তাকে সিসিবি গ্রেপ্তার করেছে৷ তার কাছ থেকে 31টি বিটকয়েন পাওয়া গিয়েছে৷ যার বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা৷

এই হ্যাকিংয়ের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে খবর৷ তারা মূলত তথ্য চুরির উদ্দেশ্যে সাইটগুলি হ্যাক করত৷ পাশাপাশি বিটকয়েন বা অন্যান্য অনলাইন কারেন্সি চুরি করতেও এই হ্যাকিং চালাত বলে অভিযোগ৷ সেই কারণেই তাঁদের নজর সবচেয়ে বেশি ছিল গেমিং ওয়েবসাইটগুলির উপর৷

তদন্তে জানা গিয়েছে যে শ্রী কৃষ্ণ ও তার সহযোগীরা বিটকয়েনের সাহায্যে বিলাসবহুল জীবন যাপন করত৷ তাদের বিষয়ে তথ্য ইন্টারপোলকেও জানিয়েছেন তদন্তকারীরা৷ যে সংস্থাগুলির ওয়েবসাইট থেকে তথ্য চুরি করা হত, তাদের সঙ্গেও তদন্তকারী কথা বলেছেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত 11

অভিযুক্তরা এর আগে 2019 সালে কর্নাটক সরকারের ই-প্রোকিওরমেন্ট ওয়েব সাইট হ্যাক করে৷ সেখান থেকে কয়েক মিলিয়ন টাকা সরিয়ে নিয়েছিল বলে জানা গিয়েছে৷

বেঙ্গালুরু, 15 জানুয়ারি : আন্তর্জাতিক পর্যায়ের এক হ্যাকারকে গ্রেপ্তার করা হল বেঙ্গালুরুতে৷ তার বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ রয়েছে৷ এর মধ্যে একটি চিনের তৈরি অনলাইন গেমের সাইটও রয়েছে৷ ধৃতের নাম শ্রী কৃষ্ণ৷ সে বেঙ্গালুরুর জয়নগর এলাকার বাসিন্দা৷ তাকে সিসিবি গ্রেপ্তার করেছে৷ তার কাছ থেকে 31টি বিটকয়েন পাওয়া গিয়েছে৷ যার বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা৷

এই হ্যাকিংয়ের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে খবর৷ তারা মূলত তথ্য চুরির উদ্দেশ্যে সাইটগুলি হ্যাক করত৷ পাশাপাশি বিটকয়েন বা অন্যান্য অনলাইন কারেন্সি চুরি করতেও এই হ্যাকিং চালাত বলে অভিযোগ৷ সেই কারণেই তাঁদের নজর সবচেয়ে বেশি ছিল গেমিং ওয়েবসাইটগুলির উপর৷

তদন্তে জানা গিয়েছে যে শ্রী কৃষ্ণ ও তার সহযোগীরা বিটকয়েনের সাহায্যে বিলাসবহুল জীবন যাপন করত৷ তাদের বিষয়ে তথ্য ইন্টারপোলকেও জানিয়েছেন তদন্তকারীরা৷ যে সংস্থাগুলির ওয়েবসাইট থেকে তথ্য চুরি করা হত, তাদের সঙ্গেও তদন্তকারী কথা বলেছেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত 11

অভিযুক্তরা এর আগে 2019 সালে কর্নাটক সরকারের ই-প্রোকিওরমেন্ট ওয়েব সাইট হ্যাক করে৷ সেখান থেকে কয়েক মিলিয়ন টাকা সরিয়ে নিয়েছিল বলে জানা গিয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.