ETV Bharat / bharat

ওঠবোস করলেই বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট ! - Ministry of Railways

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া মুভমেন্টে সাড়া দিয়ে এই উদ্যোগ ভারতীয় রেলের ৷ রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে একটি স্কোয়াট মেশিন ৷ সেখানে তিন মিনিটে 30 বার ওঠবোস করলেই 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট মিলছে বিনামূল্যে ৷

free-platform-ticket
প্ল্যাটফর্ম টিকিট
author img

By

Published : Feb 25, 2020, 11:01 AM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি: সুস্থ থাকব, ফিট থাকব ৷ এমন ভাবনা আমাদের সকলের মধ্যেই রয়েছে ৷ কিন্তু সময়ের অভাবে সেই ভাবনাকে বাস্তবায়িত করতে পারেন না অনেকে ৷ কারও আবার সকাল সকাল শারীরিক কসরত করতে প্রবল অনীহা ৷ যাই হোক, ফিটনেস নিয়ে আপনার ভাবনা শুধু মাথার মধ্যে না থাকে তারই ব্যবস্থা করে ফেলেছে ভারতীয় রেল ৷ প্ল্যাটফর্ম টিকিটের জন্য কোনও মূল্য লাগবে না ৷ পরিবর্তে প্ল্যাটফর্মে ওঠবোস করতে হবে 30 বার ৷ দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনকে প্রথম এই উদ্যোগ নিতে দেখা গিয়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া মুভমেন্টে সাড়া দিয়ে এই উদ্যোগ ভারতীয় রেলের ৷ রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে একটি স্কোয়াট মেশিন ৷ সেখানে তিন মিনিটে 30 বার ওঠবোস করলেই 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট মিলছে বিনামূল্যে ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি 25 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ টুইট করেন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন যুবক ফ্রি প্ল্যাটফর্ম টিকিটের জন্য ওঠবোস করছেন ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ৷ এমন উদ্যোগ নেটিজেনদের বাহবা কুড়িয়েছে ৷

সাধারণ মানুষকে ফিট রাখার জন্য এমন পদক্ষেপ আমাদের দেশে হয়তো নতুন ৷ কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এই আইডিয়া বেশ পুরনো ৷ 2014 সালের সোচি অলিম্পিক্সের আগে রাশিয়ার রেলমন্ত্রক দক্ষিণ মস্কোর একটি স্টেশনে স্কোয়াট অ্যান্ড রাইড মেশিন বসিয়েছিল ৷

  • फिटनेस के साथ बचत भी: दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर फिटनेस को प्रोत्साहित करने के लिए अनूठा प्रयोग किया गया है।

    यहां लगाई गई मशीन के सामने एक्सरसाइज करने पर प्लेटफार्म टिकट निशुल्क लिया जा सकता है। pic.twitter.com/RL79nKEJBp

    — Piyush Goyal (@PiyushGoyal) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 23 ফেব্রুয়ারি: সুস্থ থাকব, ফিট থাকব ৷ এমন ভাবনা আমাদের সকলের মধ্যেই রয়েছে ৷ কিন্তু সময়ের অভাবে সেই ভাবনাকে বাস্তবায়িত করতে পারেন না অনেকে ৷ কারও আবার সকাল সকাল শারীরিক কসরত করতে প্রবল অনীহা ৷ যাই হোক, ফিটনেস নিয়ে আপনার ভাবনা শুধু মাথার মধ্যে না থাকে তারই ব্যবস্থা করে ফেলেছে ভারতীয় রেল ৷ প্ল্যাটফর্ম টিকিটের জন্য কোনও মূল্য লাগবে না ৷ পরিবর্তে প্ল্যাটফর্মে ওঠবোস করতে হবে 30 বার ৷ দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনকে প্রথম এই উদ্যোগ নিতে দেখা গিয়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া মুভমেন্টে সাড়া দিয়ে এই উদ্যোগ ভারতীয় রেলের ৷ রাজধানীর আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে একটি স্কোয়াট মেশিন ৷ সেখানে তিন মিনিটে 30 বার ওঠবোস করলেই 10 টাকার প্ল্যাটফর্ম টিকিট মিলছে বিনামূল্যে ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি 25 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ টুইট করেন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন যুবক ফ্রি প্ল্যাটফর্ম টিকিটের জন্য ওঠবোস করছেন ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ৷ এমন উদ্যোগ নেটিজেনদের বাহবা কুড়িয়েছে ৷

সাধারণ মানুষকে ফিট রাখার জন্য এমন পদক্ষেপ আমাদের দেশে হয়তো নতুন ৷ কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এই আইডিয়া বেশ পুরনো ৷ 2014 সালের সোচি অলিম্পিক্সের আগে রাশিয়ার রেলমন্ত্রক দক্ষিণ মস্কোর একটি স্টেশনে স্কোয়াট অ্যান্ড রাইড মেশিন বসিয়েছিল ৷

  • फिटनेस के साथ बचत भी: दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर फिटनेस को प्रोत्साहित करने के लिए अनूठा प्रयोग किया गया है।

    यहां लगाई गई मशीन के सामने एक्सरसाइज करने पर प्लेटफार्म टिकट निशुल्क लिया जा सकता है। pic.twitter.com/RL79nKEJBp

    — Piyush Goyal (@PiyushGoyal) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.