ETV Bharat / bharat

শিশু ধর্ষণ ঘিরে উত্তপ্ত কাশ্মীর, সংঘর্ষ

প্রতিবেশীর ধর্ষণের শিকার 3 বছরের শিশু । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ । পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ হয় পড়ুয়াদের ।

শিশু ধর্ষণ ঘিরে উত্তপ্ত কাশ্মীর
author img

By

Published : May 13, 2019, 6:31 PM IST

সম্বল, 13 মে : প্রতিবেশীর ধর্ষণের শিকার 3 বছরের শিশু । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ । পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ হয় পড়ুয়াদের । যার জেরে বন্ধ স্কুল, কলেজ ।

ঘটনাটি কাশ্মীরের বান্দিপোরা জেলার । 8 মে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে । শিশুকে মিষ্টির লোভ দেখিয়ে পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে ওই যুবক । বাড়ি এসে বাবা-মাকে সব কথা জানায় শিশু । নির্যাতিতার বাবা অভিযুক্তকে স্থানীয় থানায় নিয়ে যায় । তাকে গ্রেপ্তার করা হয় । সে এখন পুলিশ হেপাজতে ।

যদিও অভিযুক্তের বয়স নিয়েও ধন্ধ রয়েছে । একটি প্রাইভেট স্কুলের ইশু করা সার্টিফিকেট বলছে, সে নাবালক । এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই স্কুল বন্ধ করে দেওয়ার দাবি জানায় । কয়েকজন আবার স্কুলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে । পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের । পুলিশ জানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল অভিযুক্তের আত্মীয় । তাকে প্রোটেকটিভ কাস্টডিতে নেওয়া হয়েছে ।

বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ দ্রুত তদন্তের দাবিতে আন্দোলন শুরু করেছে ।

সম্বল, 13 মে : প্রতিবেশীর ধর্ষণের শিকার 3 বছরের শিশু । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ । পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ হয় পড়ুয়াদের । যার জেরে বন্ধ স্কুল, কলেজ ।

ঘটনাটি কাশ্মীরের বান্দিপোরা জেলার । 8 মে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে । শিশুকে মিষ্টির লোভ দেখিয়ে পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে ওই যুবক । বাড়ি এসে বাবা-মাকে সব কথা জানায় শিশু । নির্যাতিতার বাবা অভিযুক্তকে স্থানীয় থানায় নিয়ে যায় । তাকে গ্রেপ্তার করা হয় । সে এখন পুলিশ হেপাজতে ।

যদিও অভিযুক্তের বয়স নিয়েও ধন্ধ রয়েছে । একটি প্রাইভেট স্কুলের ইশু করা সার্টিফিকেট বলছে, সে নাবালক । এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই স্কুল বন্ধ করে দেওয়ার দাবি জানায় । কয়েকজন আবার স্কুলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে । পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের । পুলিশ জানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল অভিযুক্তের আত্মীয় । তাকে প্রোটেকটিভ কাস্টডিতে নেওয়া হয়েছে ।

বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ দ্রুত তদন্তের দাবিতে আন্দোলন শুরু করেছে ।

>New Delhi, May 13 (ANI): Union Minister of Consumer Affairs and Food Ram Vilas Paswan on Monday reacted on Bahujan Samaj Party chief Mayawati's remark on Prime Minister Narendra Modi. He said that the BSP supremo is defending the Alwar gangrape case by attacking the Prime Minister. "The incident took place in Alwar, she should demand resignation of Rajasthan's Chief Minister or demand CBI enquiry, and to defend it, she is demanding resignation of the Prime Minister". Recently, BSP chief slammed PM Modi by saying, "How can he respect others' sisters and wives when he has left his own wife for political gains? It is my special appeal to women of this country not to vote a person like this. PM Modi, in this election, kept changing his caste according to the situation." On April 26, a Dalit woman was gangraped by six men who allegedly also beat up her husband in Alwar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.