ETV Bharat / bharat

কাশ্মীরগামী ট্রাক থেকে উদ্ধার 6টি AK-47, ধৃত 3 জঙ্গি

পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় ধরা পড়ে জঙ্গিরা । তাদের থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধার করে পুলিশ ।

কাশ্মীরগামী ট্রাক থেকে উদ্ধার 6টি AK-47, ধৃত 3 জঙ্গি
author img

By

Published : Sep 12, 2019, 2:00 PM IST

জম্মু, 12 সেপ্টেম্বর : জম্মুর কাঠুয়াতে অস্ত্র ভরতি ট্রাক আটক করল জম্মু ও কাশ্মীর পুলিশ । 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় ধরা পড়ে জঙ্গিরা ।

জম্মু পুলিশের IG মাকেশ সিং জানিয়েছেন, আজ সকাল 8টা নাগাদ জম্মু-পাঠানকোট হাইওয়েতে একটি ট্রাককে তল্লাশির জন্য দাঁড় করানো হয় । সেই সময় ট্রাকটি থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধার করে পুলিশ । ট্রাকে থাকা তিন জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা সবাই কাশ্মীরের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনার পর এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ।

সূত্রের খবর, পঞ্জাবের বম্যাল এলাকা থেকে ট্রাকটি কাশ্মীরে যাচ্ছিল । কাশ্মীরে জঙ্গিদের বড় কোনও নাশকতার পরিকল্পনা আছে কি না তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি ।

জম্মু, 12 সেপ্টেম্বর : জম্মুর কাঠুয়াতে অস্ত্র ভরতি ট্রাক আটক করল জম্মু ও কাশ্মীর পুলিশ । 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । পঞ্জাব ও জম্মুর সীমান্তবর্তী লখনপুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চলার সময় ধরা পড়ে জঙ্গিরা ।

জম্মু পুলিশের IG মাকেশ সিং জানিয়েছেন, আজ সকাল 8টা নাগাদ জম্মু-পাঠানকোট হাইওয়েতে একটি ট্রাককে তল্লাশির জন্য দাঁড় করানো হয় । সেই সময় ট্রাকটি থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধার করে পুলিশ । ট্রাকে থাকা তিন জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা সবাই কাশ্মীরের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনার পর এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ।

সূত্রের খবর, পঞ্জাবের বম্যাল এলাকা থেকে ট্রাকটি কাশ্মীরে যাচ্ছিল । কাশ্মীরে জঙ্গিদের বড় কোনও নাশকতার পরিকল্পনা আছে কি না তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি ।

Intro:मुंबई - जुहूच्या समुद्रकिनाऱ्यावर आज थायलंडमधून आलेल्या गणेशभक्तांनी बाप्पाला भावपूर्ण निरोप दिला.Body:गेल्या 5 वर्षांपासून थायलंडमधून गणेशभक्त मुंबईत येऊन गणेशमूर्तीची स्थापना करून मनोभावे पूजाअर्चा करतात. हाँगकाँग येथे एक गणेश मंदिर आहे त्यामुळे यांची श्री गणेशावर विशेष श्रद्धा आहे.
न चुकता हे भक्त दरवर्षी गणोशोत्सवासाठी मुंबईत येतात. 10 दिवस गणपतीची पूजा करून श्रीच्या मूर्तींचे जुहू येथे विसर्जन करतात.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.